ঢাকা: অনিশ্চয়তাটাই সত্যিতে পরিণত হলো! ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না বেন স্টোকস। তার পরিবর্তে ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন ছয়টি টেস্ট খেলা অলরাউন্ডার ক্রিস উকস।
হেডিংলিতে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাঁ পায়ের হাঁটুর ইনজুরিতে ভোগেন স্টোকস। এরপরই দ্বিতীয় ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দেয়। শেষ পর্যন্ত ছিটকেই গেলেন ২৪ বছর বয়সী এ অলরাউন্ডার।
প্রথম ম্যাচে লঙ্কানদের ইনিংস ও ৮৮ রানের ব্যবধানে হারের লজ্জায় ডোবায় ইংলিশরা। সফরকারীদের সামনে এখন সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ। আগামী ২৭ মে চেস্টার-লি-স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে দ্বিতীয় টেস্ট শুরু হবে।
শেষ ম্যাচেও স্টোকস মাঠে নামতে পারবেন কিনা তা নিয়েও যথেষ্টই সংশয় রয়েছে। রোববার (২২ মে) তাকে স্ক্যান করানো হয়। যার ফলাফলই স্পষ্ট করে, অন্তত পরবর্তী ম্যাচে খেলার কোনো সম্ভাবনা নেই। মঙ্গলবার স্টোকসের ইনজুরি নিয়ে বিশেষজ্ঞরা আরও পর্যালোচনা করবেন। এর উপরই তার লর্ডস টেস্টের (৯ জুন শুরু) ভাগ্য নির্ভর করছে।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মে ২৩, ২০১৬
এমআরএম