ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোহলির নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, মে ২৩, ২০১৬
কোহলির নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারত ছবি: সংগৃহীত

ঢাকা: জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। বিরাট কোহলিকে অধিনায়ক করে ইতোমধ্যেই ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

নতুন মুখ ২৪ বছর বয়সী ডানহাতি পেসার শারদুল ঠাকুর।

দলে ফিরেছেন ১২টি টেস্ট খেলা পেসার মোহাম্মদ শামি। যিনি হাঁটুর ইনজুরির কারণে গত বছরের মার্চের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে সবশেষ জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছিলেন শামি।

কোহলির পাশে সহ-অধিনায়ক করা হয়েছে অজিঙ্কা রাহানেকে। জুলাই-আগস্টে অনুষ্ঠেয় সিরিজটির ম্যাচ সূচি এখনো চূড়ান্ত হয়নি।

এদিকে, আগামী মাসেই জিম্বাবুয়ে সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। জিম্বাবুয়ে সফরের দল এখনো ঘোষণা করেনি বিসিসিআই। এ সিরিজটিতে কোহলিসহ বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড় বিশ্রামে থাকতে পারেন।

ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজে চারজন জেনুইন পেসার দলে রেখেছে ভারত। ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব ও শারদুল ঠাকুরের সঙ্গে অলরাউন্ডার স্টুয়ার্ট বিনিও রয়েছেন। স্পিন বোলিং অ্যাটাকে থাকছেন রবিচন্দ্রন অশ্বিন, লেগ স্পিনার অমিত মিশ্র ও রবিন্দ্র জাদেজা।

ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় টেস্ট দল: বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, শিখর ধাওয়ান, কেএল রাহুল, চেতশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, হৃদ্দিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, অমিত মিশ্র, রবিন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, শারদুল ঠাকুর ও স্টুয়ার্ট বিনি।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মে ২৩, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।