ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অজি টেস্ট দলে ফিরলেন হেনরিকেস-স্টার্ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, মে ২৪, ২০১৬
অজি টেস্ট দলে ফিরলেন হেনরিকেস-স্টার্ক মইসেস হেনরিকেস-ছবি:সংগৃহীত

ঢাকা: আসছে শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে প্রায় তিন বছর পর ফিরলেন অলরাউন্ডার মইসেস হেনরিকেস।

সেই সঙ্গে ফিরলেন অজিদের বোলিংয়ে দুর্দান্ত ভূমিকা রাখা মিচেল স্টার্ক।

 

হেনরিকেস সর্বশেষ ২০১৩ সালে ভারত সফরে খেলেছিলেন। তবে সেবার আচরণবিধী লঙ্ঘন করায় দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন তিনি। আর নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেডে ইতিহাসের প্রথম দিবা-রাত্রি টেস্টে খেলার পর ইনজুরিতে পড়েছিলেন স্টার্ক।

হেনরিকেস বর্তমানে আইপিএলের দল সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ভারতে মাঠ মাতাচ্ছেন। তাই উপমহাদেশে তার ভালো খেলার অভিজ্ঞতা কাজে লাগবে। তবে ফাস্ট বোলার পিটার সিডল ও জেমস প্যাটিনসন ইনজুরির কারণে এই সিরিজ থেকে বাদ পড়েছেন।

আগামী ২৬ জুলাই পাল্লেকেলেতে প্রথম টেস্টে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া দল:
স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, জ্যাকসন বার্ড, জো বার্নস, নাথান কোল্টার-নাইল, জস হ্যাজেলউড, মইসেস হেনরিকেস, উসমান খাজা, নাথান লিয়ন, মিচেল মার্শ, শন মার্শ, পিটার নেভিল, স্টিফেন ও’কিফ, মিচেল স্টার্ক, অ্যাডাম ভোজেস।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, ২৪ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।