ঢাকা: পেসার শাহাদাত হোসেন রাজিবের উপর বিসিবির দেয়া নিষেধাজ্ঞা উঠেছে গত ১০ মে। শাহাদাত অপেক্ষায় ছিলেন মাঠে নামার।
সম্প্রতি নিজের কৃতকর্মের জন্য ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়ায় নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মানবিক কারণে শাহাদাতকে কেবল ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি দেয় বিসিবি।
ইনজুরি ও গৃহকর্মী নির্যাতনের অভিযোগে গত এক বছর ক্রিকেটের বাইরে ছিলেন শাহাদাত। প্রতিযোগিতামূলক ক্রিকেটে শাহাদাত সর্বশেষ খেলেছেন গত বছরের ০৫ মে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে। তবে ম্যাচের প্রথম দিনে বোলিং করতে গিয়ে উইকেটে পড়ে গিয়ে ইনজুরিতে পড়েন শাহাদাত হোসেন। এরপর বিসিবির খরচে অস্ট্রেলিয়ায় তার অস্ত্রোপচার হয়। দেশে ফিরে তিন মাস পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যদিয়ে যাওয়ার কথা থাকলেও সেটি শেষ করতে পারেননি।
পুনর্বাসন প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় ১৩ বছর বয়সী কাজের মেয়ে মাহফুজা আক্তার হ্যাপিকে নির্যাতনের ঘটনায় পালিয়ে, জেল খেটে, কখনো জামিনে কাটান শাহাদাত হোসেন। এখনও জামিনেই বাইরে আছেন এ ক্রিকেটার। শাহাদাত আশাবাদী মামলাটির নিষ্পত্তি হয়ে যাবে। মামলার নিষ্পত্তি হলে হয়তো আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অনুমতিও পেয়ে যাবেন শাহাদাত।
বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, ২৪ মে, ২০১৬
এসকে/এমএমএস