ঢাকা: ইংলিশ কাউন্টি টি-টোয়েন্টি লিগ ন্যাটওয়েস্ট ব্ল্যাস্টের দল সাসেক্সের সঙ্গে স্বল্প সময়ের জন্য চুক্তিবদ্ধ হলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ডেভিড উইস। বর্তমানে ভারতে আইপিএলের দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলা এ তারকা বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের অনুপস্থিতিতে দুটি ম্যাচ খেলবেন।
আইপিএলের এবারের আসরে উইসিস মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। তবে বেঙ্গালুরুর ইংলিশ অলরাউন্ডার ক্রিস জর্ডানের সঙ্গে তার কথা হয়েছে, যিনি আবার সাসেক্সে খেলবেন। তবে হোভে ম্যাচটিতে খেলার আশা করছেন উইস। সাসেক্স ইতিমধ্যে দু’জন বিদেশি ক্রিকেটার হিসেবে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান রস টেইলর ও মুস্তাফিজুরকে দলে নিয়েছে।
৩১ বছর বয়সী উইস ২০১৩ সালে প্রোটিয়াদের হয়ে অভিষিক্ত হন। তিনি এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ২০টি টি-২০ ও ছয়টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। আক্রমণাত্মক ব্যাটিং ও মিডিয়াম পেসে তিনি দলকে বেশ সহায়তা করে থাকেন। জুনের ১ ও ৩ তারিখে সাসেক্সের ঘরের মাঠের দুটি ম্যাচ খেলার কথা রয়েছে তার।
এদিকে আইপিএল শেষে কিছুদিন বিশ্রামে থাকতে পারেন কাটার মাস্টার মুস্তাফিজ। বর্তমানে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলা এ তারকা তাই সেই দুটি ম্যাচে মাঠের বাইরে থাকবেন।
বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, ২৪ মে, ২০১৬
এমএমএস