ঢাকা: ইংল্যান্ড সফররত শ্রীলঙ্কান ফাস্ট বোলার দাশমানথা চামিরা ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেলেন। কাঁধের ইনজুরিতে ভুগছেন তরুণ এ পেসার।
আগামী বুধবার চামিরার পরিবর্তে অন্য কোনো ক্রিকেটারের নাম ঘোষণা করা হবে। এবারের ইংলিশ সফরে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে লঙ্কান দল থেকে ইনজুরির কারণে ছিটকে গেলেন চামিরা। এর আগে অনুশীলন ম্যাচে চোট পেয়ে দেশে ফিরে যান পেসার ধামিকা প্রশাদ।
হেডেংলিতে প্রথম টেস্টে ৬৪ রানে তিনটি উইকেট পেয়েছিলেন চামিরা। যেখানে তিনি ইংলিশদের হয়ে সর্বোচ্চ রান করা জনি বেয়ারস্টোর উইকেটটি তুলে নিয়েছিলেন। ম্যাচটিতে লঙ্কানরা এক ইনিংস ও ৮৮ রানে হার মানে।
২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে অভিষেকের পর চামিরা এখন পর্যন্ত পাঁচটি টেস্ট খেলেছেন। এছাড়া দলটির হয়ে নয়টি ওয়ানডে ম্যাচে ১০টি উইকেট লাভ করেন তিনি। যেখানে ১৩টি টি-টোয়েন্টিতেও তার দখলে রয়েছে সমান ১০টি উইকেট।
বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, ২৪ মে, ২০১৬
এমএমএস