ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চার অঙ্কের মাইলফলকের যোগ্য কোহলি: ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, মে ২৪, ২০১৬
চার অঙ্কের মাইলফলকের যোগ্য কোহলি: ওয়ার্নার ছবি: সংগৃহীত

ঢাকা: আইপিএলের গ্রুপপর্বের ১৪ ম্যাচ শেষে সর্বোচ্চ রান স্কোরার হিসেবে শীর্ষে রয়েছেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দলপতি বিরাট কোহলি। দ্বিতীয় অবস্থানে রয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

অজি তারকা ওয়ার্নার থেকে ভারতীয় স্টাইলিশ ব্যাটসম্যান রান সংগ্রহের দিক দিয়ে অনেকটা ধরা-ছোঁয়ার বাইরে।

 

১৪ ম্যাচে ৯১.৯০ ব্যাটিং গড়ে কোহলি রান করেছেন ৯১৯ রান। আর সমান ম্যাচে ওয়ার্নার ৫৪.৮৩ ব্যাটিং গড়ে করেছেন ৬৫৮ রান। অজি তারকার মতে, আইপিএলের এক মৌসুমে চার অঙ্কের দেখা পেতে কোহলিই যোগ্য ব্যাটসম্যান। আর এক হাজার রানের মাইলফলক স্পর্শ করতে বেঙ্গালুরুর দলপতির দরকার আরও ৮১ রান।

কোহলি প্রসঙ্গে ওয়ার্নার জানান, আমি মনে-প্রাণে চাই কোহলি এক হাজার রান পূর্ণ করুক। এটা তার ক্রিকেট ক্যারিয়ারের দুর্দান্ত এক সাফল্য হিসেবে কাজ করবে। আইপিএলের এক মৌসুমে এমন কীর্তি করার জন্য কোহলি যোগ্য ব্যাটসম্যান।

তিনি আরও যোগ করেন, কোহলি অনুশীলনের মাঠেও দারুণ পরিশ্রমী। আমি তাকে সব-সময়ই জিমে দেখেছি। আমি বলছি না সবাইকে তার মতো অনুশীলন করতে হবে কিংবা জিমে থাকতে হবে, কিন্তু কোহলির দারুণ পারফর্ম দেখে সকলকে শিখতে অনুরোধ করছি।

এবারের আসরে চারটি শতক আর ৬টি অর্ধশতক হাঁকিয়েছেন কোহলি। ৭৮টি বাউন্ডারির সঙ্গে তার ব্যাট থেকে এসেছে ৩৬টি ওভার বাউন্ডারির মার। ১৫২.৪০ স্ট্রাইক রেটে তিনি ৬০৩ বল মোকাবেলা করেছেন। যেখানে চারবারই তাকে আউট করা যায়নি।

অপরদিকে, হায়দ্রাবাদের দলপতি ওয়ার্নার কোনো শতকের (সর্বোচ্চ ৯২ রান) দেখা না পেলেও সর্বোচ্চ সাতটি অর্ধশতকের দেখা পেয়েছেন। যেখানে তার ব্যাট থেকে ৬৬টি চারের পাশাপাশি ২৫টি ছক্কার মার আসে।

কোহলির সামনে রয়েছে আইপিএলের কোয়ালিফায়ারের একটি ম্যাচ। গুজরাট লায়ন্সের বিপক্ষে এ ম্যাচে জিতলে তার দল সরাসরি ফাইনালে উঠবে। আর হেরে গেলেও থাকছে ফাইনালে উঠার সুযোগ। সেক্ষেত্রে ওয়ার্নারের হায়দ্রাবাদ আর কলকাতার মধ্যকার জয়ী দলের বিপক্ষে খেলে জয় পেতে হবে হবে কোহলিকে। তাতে, এখনও কমপক্ষে দুটি ম্যাচে ব্যাট হাতে নামার সুযোগ পাচ্ছেনই কোহলি।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ২৪ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।