ঢাকা: আইপিএল শিরোপার অন্যতম দাবিদার সানরাইজার্স হায়দ্রাবাদের অভিজ্ঞ পেসার আশিষ নেহারা আগেই এবারের আসর থেকে ছিটকে পড়েছেন। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের ক্লাব সতীর্থ নেহারাকে চিকিৎসকের ছুঁড়ির নিচে যেতে হচ্ছে।
হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগতে থাকা নেহারা প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, বিসিসিআইয়ের চিকিৎসক দল ৩৭ বছর বয়সী নেহারার রিপোর্টগুলো লন্ডনের চিকিৎসক অ্যান্ড্রি উইলিয়ামসের কাছে পাঠায়। লন্ডনের অর্থোপেডিক স্পেশালিস্টদের পরামর্শেই নেহারাকে অস্ত্রোপচারের জন্য পাঠানো হচ্ছে। নেহারার ডান হাঁটুতে চির ধরা পড়েছে। তবে, অস্ত্রোপচারে এই ইনজুরি খুব দ্রুতই সেরে উঠে।
৩৭ বছর বয়সী অভিজ্ঞ এই পেসার আইপিএলের এই আসরের শুরুর দিকে ইনজুরিতে পড়ে বেশ কয়েকটি ম্যাচে ছিটকে পড়েছিলেন। এরপর কামব্যাক করলেও পুরোনো ইনজুরি তাকে একেবারেই রেহাই দেয়নি।
হায়দ্রাবাদের গুরুত্বপূর্ণ এই ক্রিকেটার মুস্তাফিজের সঙ্গে আট ম্যাচ খেলেছেন। ৭.৬৫ ইকোনমি রেটে ২২.১১ গড়ে নয়টি উইকেটও নেন তিনি।
গত ১৫ মে নেহারা হায়দ্রাবাদের হয়ে মাঠে নেমেছিলেন। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে সে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন। ফলে, এবারের আসরের আর কোনো ম্যাচেই তাকে মাঠে নামানো যাচ্ছে না বলে নিশ্চিত করে ক্লাব কর্তৃপক্ষ।
ইলিমিনেটর রাউন্ডে উঠা হায়দ্রাবাদকে খেলতে হবে নেহারাকে ছাড়াই। তার বদলি হিসেবে বাঁহাতি পেসার বারিন্দ্রার স্রানকে নিয়েই ভাবছে দলটি। এছাড়া, দলের পেস আক্রমণে যথারীতি থাকছেন ভুবনেশ্বর কুমার ও মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ২৪ মে ২০১৬
এমআর