ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শামসুরের শতকেও আবাহনীর কাছে গাজী গ্রুপের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, মে ২৫, ২০১৬
শামসুরের শতকেও আবাহনীর কাছে গাজী গ্রুপের হার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: বৃষ্টির কারণে আবাহনী ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের মধ্যকার মঙ্গলবারের (২৪ মে) ম্যাচের বাকি অংশ গড়ায় রিজার্ভ ডে-তে। শামসুর রহমানের ১৩৬ রানের অসাধারণ ইনিংসের পরও আবাহনীর ‍কাছে ৩২ রানে হেরে গেছে অলক কাপালির গাজী গ্রুপ।

আগের দিনে যেখানে খেলা শেষ হয়েছিল সেখান থেকেই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অষ্টম রাউন্ডের ম্যাচটি শুরু হয়। গতকাল আবাহনীর ইনিংস শেষ হওয়ার পরই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। অধিনায়ক তামিম ইকবালের ফিফটি ও রজত ভাটিয়া অপরাজিত ৯০ রানে ভর করে ২৭৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় তারা।

বুধবার (২৫ মে) বিকেএসপির তিন নম্বর গ্রাউন্ডে জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা গাজী গ্রুপ শুরুতেই আনামুল হকের উইকেট হারায়। প্রথম ওভারের দ্বিতীয় বলেই মেহেদী হাসানকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন তাসকিন আহমেদ। এক পর্যায়ে দলীয় ৬৪ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে চাপের মুখেই পড়ে গাজী গ্রুপ।

তবে এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ে পথেই এগিয়ে নিচ্ছিলেন শামসুর। ১০৮ বল মোকাবেলায় ১১ চার ও এক ছক্কার সাহায্যে শতক পূরণ করেন এ ডানহাতি ওপেনার। কিন্তু ইনিংসের ৪২তম ওভারের মাথায় তাসকিনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন শামসুর (১৩৬)। এর মধ্য দিয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের জয়ের শেষ আশাটুকুও ভেস্তে যায়। শেষ পর্যন্ত ৪৮.১ ওভারে ২৪৪ রানে তাদের ইনিংস গুটিয়ে যায়। অধিনায়ক কাপালি ১৫, ইলিয়াস সানি ১৩, ফারুক হোসেন ২৯ ও শেষ উইকেটে নামা মোহাম্মদ শরিফা ২৫ রানের ইনিংস খেলেন।
আবাহনীর হয়ে ৯ ওভারে ৩২ রানের বিনিময়ে চারটি উইকেট লাভ করেন তাসকিন। আবুল হাসান ও রজত ভাটিয়া দু’টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান শাহাদাত হোসেন ও সাকলাইন সজীব।

আগের দিন টস হেরে প্রথমে ব্যাট করতে নামা আবাহনী নির্ধারিত ওভার শেষে স্কোরবোর্ডে ছয় উইকেটে ২৭৬ রান তোলে। ৫৫ রানের ইনিংস খেলে প্রথম বাংলাদেশি ক্রিকেটোর হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৬ হাজারি রানের ক্লাবে প্রবেশ করেন তামিম। লিটন দাস ৩৭, নাজমুল হোসেন শান্ত ২২ ও মোসাদ্দেক হোসেন ৪৭ রান করে আউট হন। ৮৮ বলে ৯০ রানের অসাধারণ ইনিংস খেলে অপরাজিত থাকেন ভারতের ভাটিয়া।

গাজী গ্রুপ বোলারদের মধ্যে মেহেদী হাসান সর্বোচ্চ দু’টি উইকেট লাভ করেন। একটি করে উইকেট নেন শামসুর রহহান, কাপালি, সাইদ আনোয়ার জুনিয়র ও ফারুক হোসেন।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, মে ২৫, ২০১৬
এমআরএম

** 
তামিমের আরেকটি কীর্তি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।