ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এলিমিনেটর ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ২২ রানে হারিয়ে কোয়ালিফায়ার-২ নিশ্চিত করলো সানরাইজার্স হায়দ্রাবাদ। এবার দলটির সামনে ফাইনালের হাতছানি।
আগামী শুক্রবার (২৭ মে) দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট লায়ন্সের বিপক্ষে খেলবে সানরাইজার্স হায়দ্রাবাদ। জয়ী দল ২৯ মে আইপিএলের নবম আসরের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে খেলবে।
বুধবার (২৫ মে) রাতে দিল্লির ফিরোজ শাহ কোটলায় উত্তেজনাপূর্ন ম্যাচে হায়দ্রাবাদের দেওয়া ১৬৩ রানের জয়ের লক্ষে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রানের বেশি তুলতে পারেনি কলকাতা।
যদিও শুরুর ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৪০ রান তুলে লড়াইয়ের আভাস দেয় দলটি। ৫ ওভারে ১ উইকেট হারিয়ে তোলে ৪০ রান। পাওয়ার প্লের শেষ ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজুর রহমান। ওই ওভারে দেন মাত্র ৩ রান। এরপর থেকেই কলকাতার রানের লাগাম টেনে ধরেন ভুবনেশ্বর কুমার, বেন কাটিংরা।
১১ ওভার শেষে ৭০ রানের বেশি তুলতে দেয়নি হায়দ্রাবাদের বোলাররা। ৪টি উইকেটও তুলে নেয় তারা। একে একে সাজঘরে ফিরে যান রবি উথ্থাপা, কলিন মুনরো, গৌতম গম্ভীর ও ইউসুফ পাঠান।
শেষ ৪ ওভারে কলকাতার যখন ৪৭ রান প্রয়োজন তখন ইনিংসের ১৭তম ওভারে মুস্তাফিজ বোলিংয়ে এসে ৮ রান দিয়ে চাপে রাখেন ব্যাটসম্যানদের। শেষ ৩ ওভারে ৩৯ রানের বড় চ্যালেঞ্জ আর নিতে পারেনি কলকাতা।
মনিশ পান্ডে সর্বোচ্চ ৩৬ রান করেন। গৌতম গম্ভীরের ব্যাট থেকে আসে ২৮ রান।
ভুবনেশ্বর কুমার নিয়েছেন ৩টি উইকেট। ২টি উইকেট নেন ময়েশ হেনরিকস। ১টি করে উইকেট নিয়েছেন বেন কাটিং ও বারিন্দার স্রান। মুস্তাফিজুর রহমান কোনো উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ২৮ রান দিয়ে হায়দ্রাবাদের জয়ে ভূমিকা রাখেন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় সানরাইজার্স হায়দ্রাবাদ। যুবরাজ সিংহের ৩০ বলে ৪৪ ও মোয়েশ হেনরিকসের ২১ বলে ৩১ রানের ইনিংসে ভালো সংগ্রহের ভিত পায় দলটি। শেষ দিকে দিপক হুদার ব্যাট থেকে ১৩ বলে ২১ ও বিপুল শর্মার ব্যাট থেকে ৬ বলে ১৪ রান এলে লড়াইয়ের পুঁজি পায় ডেভিড ওয়ার্নারের দল।
কুলদিপ যাদব ৪ ওভার বল করে ৩৫ রান দিয়ে নেন ৩টি উইকেট। মরনে মরকেল ও জ্যাশন হোল্ডার নেন ২টি করে উইকেট। এদিন সাকিব আল হাসানকে একাদশে রাখেনি কলকাতা। সাকিবের পরিবর্তে কলকাতা দলে নেয় দক্ষিণ আফ্রিকান পেসার মরনে মরকেলকে।
বাংলাদেশ সময়: ০০২২ ঘণ্টা, মে ২৬, ২০১৬
এসকে/এসআর