ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের পেসার ভুবনেশ্বর কুমার।
বুধবার (২৫ মে) এলিমিনেটর ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ভুবনেশ্বর ৩ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ ২১টি উইকেটের মালিক হন।
সমান ২০টি করে উইকেট নিয়ে শীর্ষে ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর যোগ্রেন্দ চাহাল ও শেন ওয়াটসন।
বুধবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় এলিমিনেটর ম্যাচে ভুবনেশ্বর এ ২ বোলারকে পেছনে ফেলেন। ভুবনেশ্বরের সমান ১৫টি ম্যাচ খেলেছেন ওয়াটসন। তবে মাত্র ১২টি ম্যাচে খেলে ২০ উইকেট তুলে নিয়েছেন লেগ স্পিনার চাহাল।
এদিন ভুবনেশ্বর ৪ ওভারে মাত্র ১৯ রান ৩ উইকেট নেন। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে সানরাইজার্স হায়দ্রাবাদের জয়ে দারুণ ভূমিকা রাখেন এ বোলার।
এদিকে, ব্যাট হাতে সবাইকে অনেক আগেই ছাপিয়ে গেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। ১৫ ম্যাচে ৪টি শতক ও ৬টি অর্ধশতকে ৯১৯ রান করেছেন কোহলি। ১ আসরে ১ হাজার রানের মাইলফলকের সামনে এ মারকুটে ব্যাটসম্যান।
দ্বিতীয় স্থানে রয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ১৫ ম্যাচে ৬৮৬ রান করেছেন এ অজি ব্যাটসম্যান। ওয়ার্নারের ৪ রান পেছনে ব্যাঙ্গালুরুর ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। সমান ১৫ ম্যাচে এ প্রোটিয়া ব্যাটসম্যান করেছেন ৬৮২ রান।
বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, মে ২৬, ২০১৬
এসকে/এসআর