ঢাকা: গত বছরের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক ডে-নাইট টেস্টে অ্যাঙ্কেল (গোড়ালি) ইনজুরিতে ভোগেন। পরে সার্জারিও করাতে হয়।
ওয়েস্টে ইন্ডিজে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের জন্য স্টার্ককে রেখে দল ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যেখানে অংশ নেবে দক্ষিণ আফ্রিকা। গায়ানায় আগামী ৫ জুন উদ্বোধনী ম্যাচে ক্যারিবীয়দের মুখোমুখি হবে অজিরা। একই ভেন্যুতে দু’দিন পর প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামবে ওয়ানডেতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
দীর্ঘ ছয় মাস ধরে প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে স্টার্ক। লম্বা সময় ধরে দলের বাইরে থাকাটা তাকে কতটা ভুগিয়েছে তা তার মুখ থেকেই শোনা যাক, ‘একটা দীর্ঘ সময়ের অবসান হতে যাচ্ছে। আমার পা এখন বেশ ভালো পর্যায়ে রয়েছে। অ্যাঙ্কেল বা পায়ে কোনো ব্যথা নেই। ’
‘আমি এটাতে (সার্জারি) খুব খুশি। খুব ভালোভাবেই এটি সম্পন্ন হয়েছে। পূর্ণ ফিটনেসের লক্ষ্যে তিন-চার মাস জিমে ভালো সময় কেটেছে। এখন খুব ভালো অনুভব করছি। সম্পূর্ণ ফিট, স্ট্রং এবং ক্রিকেট খেলার জন্য আমি প্রস্তুত। ’-যোগ করেন স্টার্ক।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মে ২৬, ২০১৬
এমআরএম