ঢাকা: ডিপিএলের নবম রাউন্ডে মোহামেডান আর ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) ম্যাচটি বৃষ্টির কারণে ২৫ ওভারে নামিয়ে আনলেও পুরোপুরি শেষ করা সম্ভব হয়নি। ম্যাচের বাকি অংশ গড়াবে রোববার (২৯ মে) রিজার্ভ ডে’তে।
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে শনিবার (২৮ মে) আগে ব্যাট করা সিসিএস ২৪.৫ ওভারে অলআউট হয় ১৪৯ রান করে। জবাবে, ২.২ ওভারে বিনা উইকেটে ১৩ রান তোলে মোহামেডান। এরপর বৃষ্টি নামলে পুনরায় ম্যাচটি বন্ধ করে দেওয়া হয়।
সিসিএসের হয়ে ইনিংস সর্বোচ্চ ৫৮ রান করেন সালমান হোসেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান আসে অমিত মজুমদারের ব্যাট থেকে। ২৩ রান করে অপরাজিত থাকেন উত্তম সরকার। এছাড়া ওপেনার ও দলপতি গত ম্যাচের সেঞ্চুরিয়ান রাজিন সালেহ ১০ রান করে বিদায় নেন।
মোহামেডানের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। হাবিবুর রহমান দুটি উইকেট দখল করেন।
মোহামেডানের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন ইজাজ আহমেদ (১২ রানে অপরাজিত) ও নাঈম ইসলাম (১ রানে অপরাজিত)। ২.২ ওভার ব্যাট করে দুই ওপেনার ১৩ রান তোলেন।
রিজার্ভ ডে তে (রোববার, ২৯ মে) মুশফিকের মোহামেডানকে ২২.৪ ওবার থেকে আরও ১৩৬ রান তুলতে হবে। তাদের হাতে আছে পুরো দশ উইকেট।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ২৮ মে ২০১৬
এমআর