ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টেস্টের নতুন বিশ্বসেরা অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, মে ৩১, ২০১৬
টেস্টের নতুন বিশ্বসেরা অ্যান্ডারসন ছবি: সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ডের চতুর্থ বোলার হিসেবে র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠার গৌরব অর্জন করেছেন জেমস অ্যান্ডারসন। আইসিসির সবশেষ র‌্যাংকিংয়ে স্বদেশী স্টুয়ার্ট ব্রডকে হটিয়ে ১৩ বছরের টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো এক নম্বর অবস্থানে নাম লিখিয়েছেন ৩৩ বছর বয়সী এ অভিজ্ঞ পেসার।

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সই অ্যান্ডারসনকে সবার উপরে নিয়ে যায়। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্টে ১৮টি উইকেট দখল করে ৭৯ র‌্যাংকিং পয়েন্ট অর্জন করেন তিনি। চেস্টার-লি-স্ট্রিটে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে ৩/৩৬, ৫/৫৮ বোলিং ফিগার তাকে ৩০ র‌্যাংকিং পয়েন্ট এনে দেয়।

দুই ধাপ এগিয়ে ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও ব্রডকে টপকে শীর্ষে উঠে আসেন অ্যান্ডারসন। দ্বিতীয় টেস্টে পাঁচ উইকেট লাভ করা ব্রড তিন পয়েন্ট অবনমনে দুই ধাপ পিছিয়ে অশ্বিনের পেছনে তৃতীয় স্থানে নেমে গেছেন। তিনজনের রেটিং পয়েন্ট যথাক্রমে ৮৮৪, ৮৭১, ৮৬৯।

অশ্বিন ছাড়াও শীর্ষ দশের বাকি সাতজনের অবস্থান অপরিবর্তিত। এরা হলেন যথাক্রমে ইয়াসির শাহ, ডেল স্টেইন, রবিন্দ্র জাদেজা, ট্রেন্ট বোল্ট, জস হ্যাজেলউড, মরনে মরকেল ও ভারনন ফিল্যান্ডার।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ক্যারিয়ার সেরা অপরাজিত ১৫৫ রানের ইনিংস খেলা মঈন আলী ক্যারিয়ার সেরা ব্যাটিং র‌্যাংকিংও ছুঁয়েছেন। ১২ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে উঠে এসেছেন ২৮ বছর বয়সী এ অলরাউন্ডার। অলরাউন্ডার তালিকায়ও স্বদেশী বেন স্টোকসের ঠিক পেছনে ষষ্ঠ স্থানে নাম লিখিয়েছেন মঈন আলী। যথারীতি অশ্বিনের পর দ্বিতীয় অবস্থানে সাকিব আল হাসান। তিনে ব্রড ও চারে ফিল্যান্ডার।

টেস্টে সবচেয়ে কম বয়সে ১০ হাজারি রানের অভিজাত ক্লাবে প্রবেশ করে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভাঙেন অ্যালিস্টার কুক। তবে আগের ১৫ নম্বর অবস্থানেই ইংলিশ অধিনায়ক। শীর্ষ দশেও কোনো পরিবর্তন নেই। স্টিভেন স্মিথ, জো রুট, কেন উইলিয়ামসন, হাশিম আমলা, ইউনুস খান, এবি ডি ভিলিয়ার্স, অ্যাডাম ভোজেস, ডেভিড ওয়ার্নার, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও মিসবাহ উল হক দশম স্থানে রয়েছেন।

প্রসঙ্গত, অ্যান্ডারসন ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে চতুর্থ বোলার যিনি র‌্যাংকিংয়ে বিশ্বসেরা বোলার হলেন। ১৯৮০ সালে সর্বপ্রথম এ কীর্তি অর্জন করেছিলেন কিংবদন্তি ইয়ান বোথাম। ২০০৪ সালে স্টিভ হার্মিসন ও এ বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্ট শেষে নাম্বার ওয়ান পজিশনে বসেন স্টুয়ার্ট ব্রড।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মে ৩১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।