ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিদেশি লিগে মুক্ত ভারতীয় নারী ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, জুন ২, ২০১৬
বিদেশি লিগে মুক্ত ভারতীয় নারী ক্রিকেটাররা ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতীয় নারী দলের এখন থেকে বিদেশি লিগে খেলতে আর বাধা নেই। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মাটিতে লিগগুলোতে খেলতে পারবেন মিতালি রাজরা।

তাদের সঙ্গে এমন চুক্তি অনুমোদন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিসিসিআইয়ের নারী ক্রিকেট কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ক্রিকেটাররা অস্ট্রেলিয়ান ওমেন’স বিগ ব্যাশ ও ইংল্যান্ডের ওমেন’স সুপার লিগে (ডব্লিউএসএল) অংশগ্রহণ করতে পারবেন।

আগামী ৩০ জুলাই শুরু হয়ে ১৪ আগস্ট ডব্লিউএসএল’র উদ্বোধনী আসরের পর্দা নামবে। অবশ্য বিসিসিআই একটি ইস্যুতে এখনো সিদ্ধান্ত নেয়নি। গত এপ্রিলে খেলোয়াড়দের তালিকাভুক্ত করতে পূর্ণ সদস্যের দেশগুলোর বোর্ডের কাছে চিঠি পাঠিয়েছিল ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ইতোমধ্যেই ছয় দলের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট ডব্লিউএসএল’র এর জন্য ১৮ জন বিদেশি খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে ইসিবি। এক টিমের একাদশে সর্বোচ্চ তিনজন খেলতে পারবেন। যেখানে ভারতের কোনো ক্রিকেটার নেই। এবার সেই দরজাটা খুলে দিল বিসিসিআই। ধোনি-কোহলিদের বিদেশি লিগে দেখা না গেলেও নারী খেলোয়াড়দের বেলায় বোর্ড খানিকটা নমনীয় ভূমিকাই দেখালো।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, জুন ০২, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।