ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘দ্য ফিজ’কে জেলা প্রশাসনের সম্মাননা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, জুন ২, ২০১৬
‘দ্য ফিজ’কে জেলা প্রশাসনের সম্মাননা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে ‘দ্য ফিজ’ খ্যাত কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে সম্মাননা জানানো হয়েছে। একই সাথে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাকে এক লক্ষ টাকার সম্মাননা স্মারক চেক প্রদান করা হয়েছে।

 

বৃহস্পতিবার (০২ জুন) বিকেলে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবুল কাশেম মো: মহিউদ্দিনের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের তেতুলিয়া গ্রামে মুস্তাফিজের বাড়িতে গিয়ে তার হাতে সম্মানা স্মারক তুলে দেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরুন কুমার মন্ডল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাইনুল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দিন, মুস্তাফিজুর রহমানের কোচ তপু এবং আলতাফ ছাড়াও জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক পত্নীসহ মুস্তাফিজের স্বজনরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক আবুল কাশেম মো: মহিউদ্দিন মুস্তাফিজুর রহমানকে সাতক্ষীরা তথা দেশের গর্ব উল্লেখ করে তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ০২ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।