ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুখ্যমন্ত্রীর হাতে মুস্তাফিজদের ট্রফি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জুন ৩, ২০১৬
মুখ্যমন্ত্রীর হাতে মুস্তাফিজদের ট্রফি ছবি: সংগৃহীত

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় মুস্তাফিজ-ভুবনেশ্বর-ওয়ার্নার-যুবরাজ-ধাওয়ানদের নিয়ে সাজানো সানরাইজার্স হায়দ্রাবাদ। চ্যাম্পিয়নের ট্রফি নিয়ে দলটির মালিক দেখা করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গে।

 

মুস্তাফিজদের মালিক কালানিথি মারান দলের শিরোপা (ট্রফি) নিয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে দেখা করতে যান। এ সময় কালানিথির সঙ্গে ছিলেন হায়দ্রাবাদের ম্যানেজমেন্ট অফিসিয়ালরা।

 

সাক্ষাৎকালে কালানিথি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। দলকে সমর্থন করার জন্য এবং আইপিএলের নবম আসরে রাজ্যটিকে অংশগ্রহণ করতে দেওয়ার জন্য কালানিথি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরও জানান, এই গর্ব হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানার প্রতিটি মানুষের।

পরের মৌসুমেও হায়দ্রাবাদ ভালো খেলবে বলে মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেন হায়দ্রাবাদের মালিক।

মুখ্যমন্ত্রীর সামনে সান গ্রুপের মালিক কালানিথি দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের প্রশংসা করেন। এছাড়া, বোলিং ডিপার্টমেন্টকে দুর্দান্ত উল্লেখ করে মুস্তাফিজ-ভুবনেশ্বর-আশিষ নেহারাদের প্রশংসাও করেন।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ০৩ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।