ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হাসানুজ্জামান-তাসামুলের ব্যাটে মাশরাফিদের দুর্দান্ত জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, জুন ৪, ২০১৬
হাসানুজ্জামান-তাসামুলের ব্যাটে মাশরাফিদের দুর্দান্ত জয় ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দশম রাউন্ডের ম্যাচে ২৯০ রানের লড়াকু পুঁজি গড়েও মাশরাফি বিন মর্তুজার দল কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে হেরেছে মুশফিকুর রহিমের মোহামেডান স্পোর্টিং ক্লাব।

শনিবার (০৪ জুন) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে হাসানুজ্জামান ও তাসামুল হকের দুর্দান্ত ব্যাটিংয়ে ২৯১ টার্গেটও কম মনে হচ্ছিলো।

তাসামুলের অপরাজিত ১২৬ ও হাসানুজ্জামানের ঝোড়ো ৯৫ রানের ইনিংসে ৪১ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় কলাবাগান। এ জয়ের ফলে সুপার লিগে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখলো কলাবাগান। লিগে টানা তৃতীয় জয়ে কলাবাগানের অর্জন এখন ১০ পয়েন্ট।

ফতুল্লার ব্যাটিং বান্ধব উইকেটে ২৯১ তাড়া করতে নেমে কোনো রান যোগ করার আগেই সাজঘরে ফিরে যান কলাবাগানের ওপেনার জসীমউদ্দিন। এরপর ফতুল্লায় ‘ঝড়’ তোলেন হাসানুজ্জামান। ৪টি চার ও ৮ ছক্কায় ৫৩ বলে ৯৫ রানের ইনিংসেই জয়ের ভিত পেয়ে যায় কলাবাগান।
এরপর ১২৯ বলে ১২৬ রানের অপরাজিত ইনিংস খেলে জয় নিশ্চিত করেন তাসামুল হক। হাসানুজ্জামান-তাসামুল মিলে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ১৪০ রান। এরপর ২২ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বসলে কিছুটা চাপ তৈরি হয় কলাবাগান শিবিরে। ছয় নম্বরে নামা তানভীর হায়দারকে নিয়ে ১২৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে দারুণ এক জয় এনে দেন তাসামুল। ৫৯ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন তানভির হায়দার।

মোহামেডানের অফস্পিনার নাঈম ইসলাম নিয়েছেন দুটি উইকেট। একটি করে উইকেট নেন নাজমুল হোসেন ও নাঈম ‍ইসলাম (জুনিয়র)।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভারতীয় ব্যাটসম্যান বিপুল শর্মার সেঞ্চুরি (১০০) ও অধিনায়ক মুশফিকুর রহিমের অর্ধশতকে (৭৫) ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯০ রান করে মোহামেডান। বিপুল শর্মা যখন উইকেটে নামেন মোহামেডান তখন বেশ চাপে। ব্যাটিং-সহায়ক উইকেটেও ২১তম ওভারে ৩ ব্যাটসম্যানকে হারিয়ে টস জয়ী মোহামেডান করে মাত্র ৬৯ রান। বিপুল নেমেই ঘুরিয়ে দেন মোহামেডানের কক্ষপথ। নামার কিছুক্ষণ পরই লং অফ দিয়ে ছক্কা হাঁকান বাঁহাতি স্পিনার শাহবাজ চৌহানকে। পরে আরও সাতটি ছক্কা হাঁকান সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএল খেলে আসা বিপুল শর্মা। ৬২ বলে স্পর্শ করেন অর্ধশতক। পরের ২৩ বলেই পৌঁছে যান তিন অঙ্কে। দেওয়ান সাব্বিরকে এক্সট্রা কাভার দিয়ে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেন মাত্র ৮৫ বলে। পরের বলটিতে বোন্ড হয়ে সাজঘরে ফেরেন বিপুল শর্মা।

সাব্বির, চৌহান ও শরীফুল্লাহর বলে দুটি করে ছক্কা মারেন বিপুল, রাজ্জাক ও তানভিরের বলে একটি করে ছক্কা হাঁকান তিনি। মাশরাফিকেই কেবল ছক্কা মারতে পারেননি, তার ১৫ বলে নিতে পেরেছেন ৯ রান।

শুরুর বিপর্যয় কাটিয়ে দিতে চতুর্থ উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে বিপুল ১৪৭ বলে গড়েছেন ১৭১ রানের জুটি। অধিনায়ক মুশফিক করেন ৭১ বলে ৭৫ রান। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক আজই ছুঁয়ে ফেলতে পারতেন মুশফিকুর রহিম। আজ ৯৩ রান করলেই দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ৬ হাজার রান পূর্ণ হতো তার। মাইলফলক থেকে মুশফিক ১৮ রান দূরে থাকতে (ব্যক্তিগত ৭৫ রান করে) দেওয়ান সাব্বিরের বলে আউট হয়ে যান।

দেওয়ান সাব্বির নেন তিন উইকেট। একটি করে উইকেট নিয়েছেন আব্দুর রাজ্জাক, শাহবাজ চৌহান ও তানভির হায়দার।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ০৪ জুন ২০১৬
এসকে/এমআর

**
ঢাকা লিগের অভিষেকেই বিপুলের সেঞ্চুরি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।