ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফিরে যাচ্ছেন ইউসুফ পাঠান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, জুন ৬, ২০১৬
ফিরে যাচ্ছেন ইউসুফ পাঠান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: ডিপিএলের চলমান আসরে ইউসুফ পাঠান যখন খেলতে আসেন আবাহনী তখন ধুঁকছে। শিরোপার লড়াই দূরে থাক; সুপার লিগে পৌঁছানো নিয়েই ছিল সংশয়।

পাঠান যখন ফিরে যাচ্ছেন তখন আবাহনী সুপার লিগে তো উঠেছেই, সেই সঙ্গে দেখতে শুরু করেছে শিরোপার স্বপ্ন। আবাহনীর হয়ে দুই ম্যাচ খেলে দেশে ফিরে যাচ্ছেন ভারতীয় এ বিস্ফোরক ব্যাটসম্যান।

 

শেষ ম্যাচে অবশ্য আজ তেমন কিছু করতে পারেননি ইউসুফ। তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে নেমে দুই বাউন্ডারিতে ৫ বলে  ৮ রান করে আউট হন। বাকি সময়টুকু তামিম ইকবাল ও নাজমুল হাসান শান্তর অসাধারণ ব্যাটিং দেখেই কাটালেন। দেখলেন তামিমের সেঞ্চুরি আর ৯ উইকেটের জয়।

দলের জয়ের পরই জানালেন দেশে ফিরে যেতেই হচ্ছে তাকে। আবাহনীর ম্যানেজার শেখ মামুন নিশ্চিত করেন আগামীকাল দেশে ফিরে যাচ্ছেন এই ব্যাটসম্যান। দলীয় সূত্র থেকে জানা যায়, আবাহনীর ডেরায় ইউসুফ পাঠানের জায়গায় সুপার লিগের ম্যাচ খেলতে আসছেন জসপাল শর্মা।

ঢাকা প্রিমিয়ার লিগে দুটি ম্যাচ খেলেছেন পাঠান। প্রথম ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে ৬০ রানের ইনিংস খেলে দলের জয়ে অবদান রাখেন এই ভারতীয়।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ০৬ জুন ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।