ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইডেনে গোলাপি বলের প্রথম ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জুন ৭, ২০১৬
ইডেনে গোলাপি বলের প্রথম ম্যাচ বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: দিবা-রাত্রির টেস্ট ‍আয়োজন করতে ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে ভারত। এরই লক্ষ্যে কলকাতার ইডেন গার্ডেনসে ভারতের মাটিতে প্রথম গোলাপি বলের ম্যাচ খেলা হবে।

তবে এটি হবে ঘরোয়া বেঙ্গল টুর্নামেন্টের ফাইনাল।

 

আগামী ১৭ থেকে ২০ জুন পর্যন্ত ইডেনে ফ্লাডলাইটের নিচে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা করা হয়েছে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের বর্তমান প্রেসিডেন্ট ভারতীয় সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। আর তিনি চাচ্ছেন এমন একটি ম্যাচ খেললে ভবিষ্যতে দিবা-রাত্রির টেস্ট আয়োজনে ভারত উপকৃত হবে।

গাঙ্গুলি জানান, ‘প্রকৃতপক্ষে গোলাপি বলের টেস্ট ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে। সাদা পোশাকের জনপ্রিয়তা আসলে দিন দিন কমে যাচ্ছে। এটার জন্য ‍আমাদের কিছু করা দরকার। সম্প্রতি অস্ট্রেলিয়া ফ্লাডলাইটের নিচে ম্যাচ আয়োজন করে সফলতা পেয়েছে। আমরাও ভবিষ্যতে এমন কিছু আয়োজন করতে চাই। ’

এর আগে গত বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাসের প্রথম দিবা-রাত্রির টেস্ট খেলে অজিরা। ম্যাচটি দর্শক জনপ্রিয়তা পেলেও তিনদিনে ম্যাচটি শেষ হয়ে গেলে ক্রিকেট পাড়ায় বেশ সমালোচনা হয়।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ০৭ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।