ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তামিমের পর মুশফিকের ৬ হাজার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, জুন ৮, ২০১৬
তামিমের পর মুশফিকের ৬ হাজার মুশফিকুর রহিম-বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

মিরপুর থেকে: তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম। বুধবার (৮ জুন) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের ম্যাচে শেখ জামালের বিপক্ষে এ কীর্তি গড়েন মোহামেডান অধিনায়ক।



এ ম্যাচে ব্যাটিংয়ের নামার আগে মাইলফলক থেকে ১৮ রান দূরে ছিলেন মুশফিক। মুক্তার আলীর বলে একস্ট্রা কাভারে সিঙ্গেল নিয়ে ৬ হাজারি ক্লাবে পৌঁছান এ ডানহাতি ব্যাটসম্যান।
 
চলতি প্রিমিয়ার লিগে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ৬ হাজার রানের মাইলফলকে পৌঁছান আবাহনী অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে এ বাঁহাতি ওপেনারের রান ৬১৭২।
 
লিস্ট ‘এ’ক্রিকেটে বাংলাদেশের হয়ে তামিম-মুশফিকের পরই অবস্থান সাকিব আল হাসানের। বিশ্বসেরা এ অলরাউন্ডার লিস্ট ‘এ’ ক্রিকেটে করেছেন  ৫ হাজার ৩২৪ রান।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ০৮ জুন, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।