ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হায়দ্রাবাদে ভারত-বাংলাদেশ একমাত্র টেস্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জুন ৯, ২০১৬
হায়দ্রাবাদে ভারত-বাংলাদেশ একমাত্র টেস্ট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: ২০১৬-১৭ সালে ঘরের মাঠে টেস্ট খেলার জন্য ৬টি নতুন ভেন্যুর নাম প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। রাজকোট, বিশাখাপত্তম, পুনে, ধর্মশালা, রাঁচি ও ইন্দোরকে নতুন টেস্ট ভেন্যু হিসেবে নামকরণ করা হয়েছে।

এ সময় নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিপক্ষে সাদা পোশাকে খেলবে ভারত।

বৃহস্পতিবার (০৯ জুন) মুম্বাইয়ে বিসিসিআইয়ের ট্যুর পোগ্রাম ও ফিক্সার কমিটির এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

ভারত সফরকালে একটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এটিই হবে টেস্ট খেলার জন্য টাইগারদের প্রথম ভারত সফর।

২০১৬-১৭ সালে ভারত ১৩টি টেস্ট, আটটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। ১৩টি টেস্ট খেলার মধ্যদিয়ে আগের রেকর্ডকে ছুঁয়ে যাবে ভারত। এর আগে ১৯৭৯-৮০ সালে ভারত ঘরের মাঠে সমান ১৩ টেস্ট খেলেছিলো।

বাংলাদেশের বিপক্ষে হায়দ্রাবাদে টেস্ট খেলার ব্যাপারটি নিশ্চিত করেছে ভারত। তবে ম্যাচটির কোনো নির্দিষ্ট তারিখ ঠিক করা হয়নি।

কিউইরা সর্বপ্রথম ভারত সফর করবে। যেখানে দলটি ৩টি টেস্ট ও ৫ টি ওয়ানডে খেলবে। আর ইংল্যান্ড ৫ ম্যাচের টেস্ট সিরিজের পর ৩টি ওয়ানডে ও ৩টি টি-২০ খেলবে। এছাড়া ২০১৭ সালের ফেব্রুয়ারি ও মার্চে ৪ ম্যাচের টেস্ট খেলবে অস্ট্রেলিয়া।

ইন্দোর, কানপুর ও কলকাতায় টেস্ট খেলবে নিউজিল্যান্ড। পরে দলটি ওয়ানডে খেলবে ধর্মশালা, দিল্লি, মোহালি, রাঁচি ও বিশাখাপত্তমে। এদিকে মোহালি, রাজকোট, মুম্বাই, বিশাখাপত্তম ও চেন্নাইয়ে টেস্ট খেলবে ইংল্যান্ড। যেখানে পুনে, কটাক ও কলকাতায় ৩টি ওয়ানডে অনুষ্ঠিত হবে। আর বেঙ্গালুরু, নাগপুর ও কানপুরে হবে ৩টি টি-২০।

অন্যদিকে অজিরা টেস্ট খেলবে বেঙ্গালুরু, ধর্মশালা, রাঁচি ও পুনেতে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ০৯ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।