ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চেইজ ম্যাজিকে রেকর্ড গড়া হলো না ভারতের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৬
চেইজ ম্যাজিকে রেকর্ড গড়া হলো না ভারতের রোস্টন চেইজে-ছবি:সংগৃহীত

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কখনোই টানা দুটি টেস্ট জেতেনি ভারত। তবে এবারের সিরিজে অ্যান্টিগা টেস্টের পর জ্যামাইকা টেস্টেও জয়ের দিকেই এগিয়ে ছিল সফরকারীরা।

কিন্তু শেষ দিন রোস্টন চেইজের দুর্দান্ত সেঞ্চুরিতে ড্রতেই সন্তুষ্ট থাকতে হলো বিরাট কোহলিদের।

স্কোর: ওয়েস্ট ইন্ডিজ-১৯৬ ও ৩৮৮/৬ (১০৪.০)
ভারত-৫০০/৯ ডিক্লে.

দ্বিতীয় ইনিংসে অপরাজিত সেঞ্চুরির পাশাপাশি প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন চেইজ। ক্যারিবীয়দের হয়ে এমন রেকর্ড সর্বশেষ করেছিলেন ক’দিন আগে ৮০তম জন্মদিন পালন করা স্যার গ্যারি সোবার্স। স্বাগতিকদের এ ম্যাচটি ড্রয়ের পেছনে অবশ্য বৃষ্টিও ভালো ভূমিকা রেখেছিল। কারণ চতুর্থ দিন মাত্র ১৫.৫ ওভার খেলা হয়েছে।

চতুর্থ দিন শেষে ৪৮ রানে চার উইকেট হারিয়ে বেশ ধুঁকছিল ওয়েস্ট ইন্ডিজ। তখনও তারা ভারত থেকে ২৫৬ রানে পিছিয়ে ছিল। ধারণাই করা হয়েছিল পঞ্চম দিন শুরুতেই হয়তো জয়ের বাতাস পাবে ভারত। কিন্তু শেষ দিন মাত্র দুই উইকেট হারায় ক্যারিবীয়রা। দ্বিতীয় ইনিংসে মোট রান তোলে ৩৮৮।

চেইজের সঙ্গে লোয়ারঅর্ডার ব্যাটসম্যানদের অসাধারণ পারফরম্যান্সে রক্ষা পায় ক্যারিবীয়রা। ২৬৯ বলে ১৫ চার ও এক ছয়ে ১৩৭ রানে অপরাজিত থাকেন চেইজ। অপরাজিত ৬৪ রানে মাঠ ছাড়েন  অধিনায়ক জেসন হোল্ডারও। এর আগে ৭৪ রান আসে শেন ডোরউইচের ব্যাট থেকে। আর ৬৩ করেন জার্মেইন ব্ল্যাকউড।

ভারতের হয়ে দুটি করে উইকেট পান মোহাম্মদ শামি ও অমিত মিশরা। একটি করে উইকেট দখল করেন ইশান্ত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিন। এর আগে ভারত নিজেদের প্রথম ইনিংসে লোকেশ রাহুল ও আজিঙ্কে রাহানের সেঞ্চুরিতে  নয় উইকেট হারিয়ে ৫০০ রানে ঘোষণা করেছি। তবে ম্যাচ সেরা হয়েছেন চেইজ।

এ ম্যাচ ড্র করলেও চার টেস্ট সিরিজে ১-০তেই এগিয়ে রয়েছে ভারত। ৯ আগস্ট গ্রসলেটে তৃতীয় ম্যাচ শুরু হবে।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ০৪ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।