ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিরিজ জিতলো মাশরাফি-মুশফিকরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৬
সিরিজ জিতলো মাশরাফি-মুশফিকরা ছবি: সংগৃহীত

ঢাকা: তিন ম্যাচ প্রীতি ফুটবল সিরিজের শেষ ম্যাচে বিসিবি সাবেক দলকে ৩-১ গোলে হারিয়ে ২-১ এ সিরিজ জিতলো বর্তমানরা। বর্তমানদের হয়ে গোল করেছেন মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা ও নাসির হোসেন।

আর সাবেকদের হয়ে একমাত্র গোলটি করেছেন মিজানুর রহমান বাবুল।  
 
বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলের এই ম্যাচে তামিম ইকবাল ছিলেন রেফারি। বাঁশি নিয়ে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের এপাশ ওপাশ ছুটছেন আর বাঁশিতে ফুঁ দিচ্ছেন। বর্তমানদের রাইট উইঙ্গে মাশরাফি আর লেফট উইঙ্গার মুশফিক। গোলরক্ষক নুরুল ইসলাম সোহান। আর সাবেকদের গোলরক্ষক এনামুল হক মনি। রাইট উইংয়ে ছিলেন আকরাম খান ও লেফট উইংয়ে মিনহাজুল আবেদীন নান্নু।

 
ম্যাচের মিনিট দশেক গড়াতেই আকরামকে ট্যাকল করেন সৌম্য। মাটিতে পড়ে গেলেন আকরাম, গড়াগড়িও খেলেন। ফ্রি-কিক পেল বিসিবি সাবেক দল। কিন্তু আকরাম খানের বিলাসি ফ্রি-কিকটি গোল পোষ্টের বেশ বাইরে দিয়ে চলে যায়।

এর কিছু সময় পরেই মুশফিকুর রহীমের প্লেসিং শটে ১-০ তে এগিয়ে যায় বর্তমানরা। পিছিয়ে পড়ে সমতায় ফিরতে সাবেকদের প্রচেষ্টা ছিল দেখার মতো।

এমন প্রচেষ্টা অব্যাহত রেখে গোল হজমের মিনিট দশেক পরে বর্তমানদের গোল পোষ্টের একেবারে সামনে বল নিয়ে গিয়েছিলেন আকরাম। কিন্তু নাসির তাকে ট্যাকল করলে পেনাল্টি পায় সাবেকরা। স্পট কিক থেকে মিজানুর রহমান বাবুলের নিখুঁত শটে সমতায় ফেরে বিসিবি সাবেক দল।
 
৫০ মিনিটের নাইন এ সাইড এই ম্যাচের প্রথমার্ধের বিরতিতে যাওয়ার মিনিট পাঁচেক আগে বর্তমানরা ২-১ ব্যবধানে বিরতিতে এগিয়ে যায় মাশরাফির গোলে।

 
বিরতি থেকে ফিরে আবার সমতায় ফিরতে খালেদ মাসুদ পাইলট, আকরামরা বেশ কয়েকটি আক্রমণ রচনা করেন। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ, আলআমিন হোসেনকে নিয়ে গড়া রক্ষণে তাদের প্রতিটি আক্রমণ প্রতিহত হলে গোলবঞ্চিত হয়।

তবে সাবেকরা গোলবঞ্চিত হলেও স্কোর লাইন সমৃদ্ধ করেছেন বর্তমানেরা। নির্ধারিত সময় শেষের ৮ মিনিট আগে নাসির হোসেনের গোলে ব্যবধান ৩-১ এ নিয়ে যায় বিসিবি বর্তমান একাদশ। আর তাতেই সিরিজ নিশ্চিত করে মাঠ ছাড়ে তারা।

 
বিসিবি সাবেক স্কোয়াড: মিজানুর রহমান বাবুল, আকরাম খান, খালেদ মাসুদ পাইলট, সানোয়ার হোসেন, হান্নান সরকার, জাবেদ ওমর বেলিম, মিনহাজুল আবেদিন নান্নু, মোর্শেদ আলী খান সুমন, ইফতেখারুল ইসলাম ইফতি, এনামুল হক মনি ও মাসুদুর রহমান মুকুল।
 
বিসিবি বর্তমান স্কোয়াড: মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, তাইজুল ইসলাম, সোহরাওয়ার্দী শুভ, আল আমিন হোসেন, এনামুল হক বিজয়, নুরুল ইসলাম সোহান ও মোসাদ্দেক হোসেন সৈকত।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ৪ আগস্ট ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।