ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘বুড়ো-তরুণ’ হেরাথের ভিন্ন স্বাদের হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৬
‘বুড়ো-তরুণ’ হেরাথের ভিন্ন স্বাদের হ্যাটট্রিক ছবি: সংগৃহীত

ঢাকা: বয়স যেন কিছুই না লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথের কাছে। ৩৮ বছর ১৩৯ দিন বয়সে এসে হ্যাটট্রিক করলেন এই স্পিনার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টেস্টে ১১ ওভার বল করে ৩৫ রান খরচায় এই ‘বুড়ো তরুণ’ তুলে নিয়েছেন হ্যাটট্রিকসহ চারটি উইকেট। অজিরা প্রথম ইনিংসে গুটিয়ে গেছে মাত্র ১০৬ রানে। যা লঙ্কানদের বিপক্ষে সাদা পোশাকে অজিদের সর্বনিম্ন স্কোর।

গলে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ২৮১ রান তুলে অলআউট হয়। ব্যাটিংয়ে নেমে হেরাথ আর দিলরুয়ান পেরেরার বোলিং তোপে ১৭৫ রান পিছিয়ে থেকে ইনিংস শেষ হয় সফরকারী অস্ট্রেলিয়ার। ১৫ ওভার বল করে ২৯ রান খরচায় আরও চারটি উইকেট দখল করেন পেরেরা।

১৯৯৯ সালের সেপ্টেম্বরে এই গলে অস্ট্রেলিয়ার বিপক্ষেই টেস্ট অভিষেক হয়েছিল হেরাথের। ১৭ বছরের টেস্ট ক্যারিয়ারে একই মাঠে, একই প্রতিপক্ষের বিপক্ষে দারুণ সব কীর্তি গড়লেন হেরাথ।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত ৪২টি হ্যাটট্রিক হয়েছে। যার সব শেষটির মালিক হেরাথ। সাদা পোশাকে দ্বিতীয় শ্রীলঙ্কান বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন তিনি। তার এই হ্যাটট্রিকটিও কিছুটা ভিন্ন মাত্রার। ব্যতিক্রম এই স্বাদের আগে হেরাথকে সাহায্য নিতে হয়েছিল ডিআরএস সিস্টেমের। ফলে, ডিআরএস আবেদনে পাওয়া হ্যাটট্রিক এটাই প্রথম হ্যাটট্রিক।

হেরাথের করা সপ্তম ওভারের প্রথম তিন বলে অ্যাডাম ভোজেস কোনো রান নিতে পারেননি। চতুর্থ বলে করুনারত্নের হাতে এক্সট্রা কাভারে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন তিনি। পরের বলে পিটার নেভিলকে এলবির ফাঁদে ফেলেন হেরাথ। ওভারের শেষ বলে হ্যাটট্রিকের দ্বারপ্রান্তে ছিলেন এই স্পিনার। মিচেল স্টার্ককে করা হেরাথের বল প্যাডে গিয়ে লাগে। লঙ্কান ক্রিকেটারদের আবেদনে সাড়া দেননি আম্পায়ার ক্রিস গ্যাফানি।

ফলে, লঙ্কান দলপতি অ্যাঞ্জেলো ম্যাথুজ রিভিউয়ের আবেদন জানান। এটিই ছিল দলের শেষ রিভিউ। স্বাগতিক ক্রিকেটারদের মাঝেও দ্বিধা ছিল। উইকেট লাভের জন্য ছিল না কোনো শরীরী ভাষা। ম্যাচের ধারাভাষ্যকাররাও বলছিলেন, ‘লঙ্কানরা একটি রিভিই নষ্ট করলো’। কিন্তু, প্রযুক্তি হেরাথকে নিরাশ করেনি। স্টার্কের বিদায়ের মধ্যদিয়ে হ্যাটট্রিকের স্বাদ নিতে পারেন হেরাথ।

টেস্ট ইতিহাসেই হেরাথের চেয়ে বেশি বয়সে আর কেউ হ্যাটট্রিক করতে পারেননি। সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিকের রেকর্ড এখন হেরাথেরই। টেস্টে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক ছিল টম গডার্ডের। ১৯৩৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে ইংলিশ এই অফ স্পিনার হ্যাটট্রিক করেছিলেন ৩৮ বছর ৮৬ দিন বয়সে।

এছাড়া, ১৯৯৯ সালে শ্রীলঙ্কার নুয়ান জয়সা হারারেতে হ্যাটট্রিক করেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। ইনিংসের দ্বিতীয় আর নিজের প্রথম ওভারের প্রথম তিন বলে উইকেট নিয়েছিলেন বাঁহাতি পেসার জয়সা। এর আগে ও পরে শ্রীলঙ্কার হয়ে আর কেউ সেই কীর্তি করতে পারেননি।

১৮৯২ সালে ইংল্যান্ডের জনি ব্রিগসের পর এই প্রথম হ্যাটট্রিক করলেন কোনো বাঁহাতি অর্থোডক্স স্পিনার।

টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে এর আগে হ্যাটট্রিক হয়েছিল আটটি। হেরাথের আগে সর্বশেষ সেটি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের জার্মেইন লসন।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ০৫ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।