ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের ক্যারিবীয় দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৬
ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের ক্যারিবীয় দল ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ১৪ সদস্যের স্কোয়াডে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান শাই হোপ।

বাদ পড়েছেন ওপেনার রাজেন্দ্র চন্দ্রিকা।

চার ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্টে চার ইনিংস মিলিয়ে মাত্র ৫৩ রান করেন চন্দ্রিকা। অন্যদিকে, প্রথম প্রস্তুতি ম্যাচে অপরাজিত ১১৮ রানের ইনিংসে নির্বাচকদের আস্থা অর্জন করেন ২২ বছর বয়সী হোপ। মূল দলে সুযোগ পেয়ে এবার তারই পুরস্কার পেলেন।

আগামী মঙ্গলবার (৯ আগস্ট) তৃতীয় টেস্টে মুখোমুখি হবে দু’দল। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে। সিরিজে ১-০ তে এগিয়ে সফরকারী টিম ইন্ডিয়া। অ্যান্টিগায় ইনিংস ব্যবধানে হারের পর জ্যামাইকা টেস্টে রোস্ট চেজের দুর্দান্ত ব্যাটিংয়ে (১৩৭ অপ. দ্বিতীয় ইনিংস) কষ্টার্জিত ড্র নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

ও. ইন্ডিজ স্কোয়াড (তৃতীয় টেস্ট): জেসন হোল্ডার (উইকেটরক্ষক), ক্রেইগ ব্রাথওয়েট, শাই হোপ, লিওন জনসন, ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, জারমেইন ব্ল্যাকউড, রোস্টন চেজ, শেন ডউরিচ (উইকেটরক্ষক), শ্যানন গ্যাব্রিয়েল, কার্লোস ব্রাথওয়েট, দেবেন্দ্র বিশু, আলজারি জোসেফ, মিগুয়েল কামিন্স।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।