ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

থমকে আছে ‍নারী ক্রিকেট

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
থমকে আছে ‍নারী ক্রিকেট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ হয়েছে গত মার্চে। গেল চার মাসে আন্তর্জাতিক ম্যাচ খেলার উপলক্ষ ‍পায়নি টাইগ্রেসরা।

সালমা খাতুন-জাহানারা আলমরা ২০১৫ সালের অক্টোবরে পাকিস্তান সফরে গিয়ে খেলেছিলেন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওটিই ছিল টাইগ্রেসদের সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ।

১১ মাসের লম্বা বিরতির পর দ্বিপাক্ষিক সিরিজ ‍পাচ্ছে নারী ক্রিকেটাররা। সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে আয়ারল্যান্ড সফরে গিয়ে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে জাহানারা-সালমারা।  

কোনো সিরিজে ভালো করার মূলমন্ত্র যথাযথ প্রস্তুতি। আয়ারল্যান্ডের মতো অচেনা কন্ডিশন জয় করে সেরাটা খেলতে হলে কঠোর অনুশীল চালাতে হবে ক্রিকেটারদের। আয়ারল্যান্ড সিরিজের জন্য প্রস্তুত হতে হাতে সময় এক মাসেরও কম। অথচ নারী দলের অনুশীলন ক্যাম্প শুরু হয়নি এখনও।  

নারী ক্রিকেট দলের কেউই জানেন না কবে শুরু হবে ক্যাম্প।  গত ১০ জুন প্রিমিয়ার লিগ শেষে ছুটিতে যান ক্রিকেটাররা।  ক্যাম্প শুরুর তারিখ নির্ধারণ না হওয়ায় বেশিরভাগ ক্রিকেটারই ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়ে এখনও ঢাকায় ফেরেননি। ৪-৫ জন ক্রিকেটার নিজ ইচ্ছায় মিরপুরে ফিটনেস অনুশীলন করছেন।  

জানা গেছে, আগস্টের প্রথম দিন থেকে ক্যাম্প শুরুর ইচ্ছা ছিল বিসিবির। এ ব্যাপারে বিসিবির নারী উইংস’র চেয়ারম্যান এম এ আউয়াল চৌধুরীর (বুলু) সঙ্গে ‍মুঠোফোনে যোগাযোগ করলে নির্দিষ্ট করে জানা যায়নি ক্যাম্প শুরুর তারিখ। তার ভাষ্য মতে, ‘শিগগিরই দেশীয় কোচের অধীনে শুরু হবে নারী দলের ক্যাম্প। আগস্টের ১ তারিখ থেকে আমরা ক্যাম্প শুরু করতে চেয়েছিলাম। ’

বাংলাদেশ নারী দলের হেড কোচ চ্যাম্পিকা গামাগে গত ১ জুন বিসিবির সঙ্গে দুই বছরের চুক্তি শেষে ফিরে গেছেন শ্রীলঙ্কায়। আছেন কেবল নারী দলের সহকারী কোচ আশিকুর রহমান।  তবে এইচপি ক্যাম্পের ক্রিকেটারদের নিয়েই আপাতত ব্যস্ত তিনি।   

ক্যাম্প শুরু হলে  নারী দলের ক্রিকেটাররা কোথায় থাকবেন সেটি নিয়েও আছে প্রশ্ন। এ মুহূর্তে মিরপুরের একাডেমি ভবন এইচপি ক্যাম্পের ক্রিকেটারদের দখলে। ২৫ ক্রিকেটারকে নিয়ে একাডেমি মাঠে চলছে সকাল-বিকাল নিবিড় প্রশিক্ষণ। কন্ডিশনিং ক্যাম্পের কারণে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা জিমনেশিয়াম ও শের-ই-বাংলা স্টেডিয়ামে নিচ্ছেন ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি।

স্কিল ক্যাম্প শুরু হলে প্রাথমিক স্কোয়াডে থাকা ৩০ ক্রিকেটার অনুশীলন করবেন ইনডোর ও শের-ই-বাংলা স্টেডিয়ামে। মিরপুরে তাই নারী দলের ক্যাম্প হবে কিনা-এ নিয়ে ‍সংশয় থেকেই যাচ্ছে।

২০১১ সালের ২৪ নভেম্বর ওয়ানডে মর্যাদা পাওয়ার পর রীতিমতো উড়ছিল শুকতারা, জাহানারা, সালমারা। নারী ক্রিকেটকে নতুন দিনের স্বপ্ন দেখাচ্ছিলেন তারা। কিন্তু বছর পাঁচেকের মধ্যেই সেই স্বপ্ন বিবর্ণ। ভারতে টি-২০ বিশ্বকাপে সবগুলো ম্যাচেই হেরেছে বাংলাদেশ।

তার আগে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজেও একই হাল। টাইগ্রেসরা লড়াই জমিয়ে তুলতে পারেনি কোনো ম্যাচেই। মাঠ ও মাঠের বাইরে- উভয় দিক থেকেই উজ্জ্বলতা হারিয়ে যেন থমকে আছে নারী ক্রিকেট।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।