ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নারী দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৬
নারী দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: আয়ারল্যান্ড সফরকে সামনে রেখে বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে ২২ ক্রিকেটারকে।

বুধবার (১০ আগস্ট) সকাল ৯টায় মিরপুরে শুরু হবে ক্যাম্প।

নারী দলের হেড কোচ চ্যাম্পিকা গামাগে গত ০১ জুন বিসিবির সঙ্গে দুই বছরের চুক্তি শেষে ফিরে গেছেন শ্রীলঙ্কায়। বিদেশি কোচ এখনও নিয়োগ দিতে পারেনি বিসিবি। তাই স্থানীয় কোচদের অধীনে শুরু হচ্ছে আয়ারল্যান্ড সিরিজের প্রস্তুতি।

আগামী সেপ্টেম্বরে আয়ারল্যান্ড সফরে যাবে টাইগ্রেসরা। সেখানে স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে জাহানারা আলম-সালমা খাতুনরা।

নারী দলের প্রাথমিক স্কোয়াড: সানজিদা ইসলাম (ময়না), আয়শা রহমান (শুকতারা), ফারজানা হক (পিংকি), লতা মন্ডল, রুমানা আহমেদ, নিগার সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, শায়লা শারমিন, সালমা খাতুন, রিতু মনি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, নাহিদা আক্তার, পান্না ঘোষ, খাদিজাতুল কোবরা, সুরাইয়া আজমিন, শামিমা সুলতানা, জান্নাতুল ফেরদৌস সুমনা, হ্যাপি আলম, সুলতানা খাতুন, মুনতাহা হাসনাত, সুমনা আক্তার।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ০৯ আগস্ট ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।