ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তান দলে ফিরলেন ওমর গুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৬
পাকিস্তান দলে ফিরলেন ওমর গুল ছবি: সংগৃহীত

ঢাকা: দীর্ঘদিন পর পাকিস্তান ওয়ানডে দলে ডাক পেলেন ওমর গুল। সবশেষ গত বছরের এপ্রিলে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ৩২ বছর বয়সী এ পেসার।

ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজের জন্য গুল ছাড়াও তিনজন ফাস্ট বোলার স্কোয়াডে রেখেছেন নির্বাচকরা।

জাতীয় দলের জার্সি গায়ে অভিষেকের অপেক্ষায় ২২ বছর বয়সী পেসার হাসান আলী। গত বছরের নভেম্বরের পর এ প্রথম সীমিত ওভারের ক্রিকেটে ফিরছেন লেগস্পিনার ইয়াসির শাহ। যিনি ডোপিং ইস্যুতে নিষেধাজ্ঞার কারণে জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে ছিলেন না।

বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য পেসার মোহাম্মদ ইরফান ও ওপেনার আহমেদ শেহজাদ। শেহজাদের জায়গায় সুযোগ পেয়েছেন ফর্মে থাকা ২০ বছর বয়সী সামি আসলাম।

ইংল্যান্ডে চলমান চার ম্যাচের টেস্ট সিরিজ (২-১ এ এগিয়ে স্বাগতিকরা) শেষে সীমিত ওভারের ম্যাচগুলোতে মাঠে নামবে পাকিস্তান। ১১ আগস্ট চতুর্থ টেস্ট শুরু হবে। ডাবলিনে ১৮ ও ২০ আগস্ট আয়ারল্যান্ডের মুখোমুখি হবে সফরকারীরা। এরপর ইংলিশদের বিপক্ষে পাঁচটি ওয়ানডে (২৪, ২৭, ৩০ আগস্ট, ১, ৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

পাকিস্তান ওডিআই স্কোয়াড: ‍আজহার আলী (অধিনায়ক), শারজিল খান, সামি আসলাম, মোহাম্মদ হাফিজ, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ ‍আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, উমর গুল, হাসান আলী, ইমাদ ওয়াসিম, ইয়াসির শাহ, মোহাম্মদ নওয়াজ।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।