ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অশ্বিন-সাহার ব্যাটে ভারতের রক্ষা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
অশ্বিন-সাহার ব্যাটে ভারতের রক্ষা ছবি: সংগৃহীত

ঢাকা: দলীয় ১২৬ রানে পাঁচ উইকেট হারিয়ে ব্যাকফুটে থাকা ভারতকে টেনে তুললেন রবিচন্দ্রন অশ্বিন ও হৃদ্দিমান সাহা। দু’জনের ১০৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম দিন শেষ করেছে সফরকারীরা।

স্কোর পাঁচ উইকেটে ২৩৪।

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান ক্যারিবীয় অধিনায় জেসন হোল্ডার। শুরুতেই শিখর ধাওয়ানের (১) উইকেট হারায় টিম ইন্ডিয়া। মাত্র তিন রান করেই সাজঘরে ফেরেন বিরাট কোহলি। রোহিত শর্মাও (৯) উইকেটে থিতু হতে ব্যর্থ হন।

ওপেনার লোকেশ রাহুল ৫০ ও অজিঙ্কা রাহানে ৩৫ রান করে আউট হন। একটা পর্যায়ে লো স্কোরের শঙ্কাই জেগেছিল। সেখান থেকে দলের ‍হাল ধরেন অশ্বিন ও উইকেটরক্ষক ব্যাটসম্যান সাহা। ৭৫ রানে অশ্বিন আর ৪৬ রান নিয়ে সাহা দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নামবেন।

আলজারি জোসেফ ও রোস্টন চেজ দু’টি করে উইকেট লাভ করেন। বাকি উইকেটটি নেন শ্যান গ্যাব্রিয়েল।

চার ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে ভারত। সিরিজ বাঁচাতে এ ম্যাচেও স্বাগতিকদের হার এড়ানোর বিকল্প নেই।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।