ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পজিশন নিয়ে ভাবছেন না মিঠুন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
পজিশন নিয়ে ভাবছেন না মিঠুন মোহাম্মদ মিঠুন-ছবি:কাশেম হারুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মোহাম্মদ মিঠুনের জাতীয় দলে অভিষেক টি-টোয়েন্টি দিয়ে। আন্তর্জাতিক অভিষেকে ব্যাট হাতে নেমেছিলেন ছয় নম্বরে।

চলতি বছরের মার্চে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে কখনো নেমেছেন সাত নম্বরে আবার কখনো ওপেনিংয়ে। শুধু ‍জাতীয় দলেই নয়, ঘরোয়া ক্রিকেটেও হরহামেশায় বদলে যায় এ ডানহাতি ব্যাটসম্যানের পজিশন। ওপেনিংয়ে-তিনে- চারে-ছয়ে-সাতে দেখা যায় এ ব্যাটসম্যানকে।    

পছন্দের জায়গা ‘তিন’ হলেও সে জায়গায় ব্যাটিং করা খুব কমই হয় মিঠুনের। এতে অবশ্য মোটেও আক্ষেপ নেই এ ডানহাতি ব্যাটসম্যানের। মিঠুন মনে করেন যে পজিশনে ব্যাট করে সফল হবেন এক সময় সে পজিশনটাই পাকা হয়ে যাবে।

জাতীয় দলের সফল কয়েকজনের উদাহরণ টেনে মিঠুন বলেন,  ‘সাকিব ভাই, মুশফিক ভাই, তামিম ভাই যারা আছেন তারা কিন্ত প্রুভ করার পর তাদের জায়গা সেটেলড হয়েছে। তো আমার  কোনো জায়গা সেটেল করতে হবে। যেখানেই সুযোগ পাই ভালো করতে হবে।   ভালো করার পর আমার জায়গা সেটেল হবে। ’

‘আমার ক্যারিয়ারটাই এরকম। ঘরোয়া ক্রিকেটে খেললেও দেখবেন প্রিমিয়ার লিগে আমি ওপেনিংয়ে নেমেছি, ওয়ানডাউন করেছি, টু ডাউনও করেছি। দলের প্রয়োজনে আমাকে যখন যেখানে বলে আমি করি।   আমাকে এখানেই খেলাতে হবে এমন ‍চাহিদা আমার নেই। তবে প্রত্যেকটা প্লেয়ারের একটা পছন্দের জায়গা থাকে যেখানে খেলতে সাচ্ছন্দ্যবোধ হয়। ক্যারিয়ারে অনেক জায়গাতেই খেলতে হয়। সফল হলে জায়গাটা ধরে রাখা যায়। আমি  ‍তো অনেকদিন ধরেই খেলছি। আন্তর্জাতিক হয়তো কম খেলেছি তারপরও আমার একটি পছন্দের জায়গা আছে-সেটি তিন নম্বর। আমি তিনে খেলতেই পছন্দ করি। ’  -যোগ করেন মিঠুন।

ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের জন্য ঘোষিত ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াডে রয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। ২০ জুলাই থেকে শুরু হয়েছে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প। আরও কয়েকদিন ফিটনেস নিয়ে কাজ করার পর আগামী ২০ আগস্ট থেকে শুরু হবে ব্যাট-বলের স্কিল অনুশীলন।

স্কিল অনুশীলনে নিজের বেসিক আরেক ধাপ উপরে নিয়ে যেতে চান এ তরুণ ক্রিকেটার, ‘এখন ফোকাস ফিটনেসের দিকে। ২০ তারিখ থেকে স্কিল অনুশীলন শুরু হবে। তারপর আমার বেসিক থেকে শুরু করবো। একটা ক্রিকেট মৌসুম চলে এলে বেসিক নিয়ে কাজ করা হয় না।   তখন কিভাবে রান করবেন ওদিকেই ফোকাস থাকে। এখন যেহুতু সময় আছে আমি চেষ্টা করছি ‍আমার বেসিকগুলা আরেকটু স্ট্রং করার। যেন পরে আরও সুবিধা হয়। ’

বেসিকে উন্নতির সঙ্গে সামনের দিনগুলোর লক্ষ্যের কথা জানাতে গিয়ে মিঠুন বলেন, ‘লক্ষ্যটা আসলে ওইভাবে তৈরি করা যায় না যে আমি ছয় মাসে কি করবো। আমি চেষ্টা করি ম্যাচ বাই ম্যাচ বা সিরিজ বাই সিরিজ চিন্তা করতে। সামনে আমাদের বিসিএল আসছে, সেখানে ভালো করার বিকল্প নাই। আর প্রত্যেকটা সংস্করণেই ভালো করতে হবে। টি-টোয়েন্টিতে ভালো করলে ওয়ানডেতে সুযোগ পাবো, ওয়ানডেতে ভালো করলে টেস্টে সুযোগ পাবো। আর প্রত্যেকটা খেলোয়াড়ের স্বপ্ন টেস্ট খেলা। চেষ্টা করবো ভালো খেলে তিনটা সংস্করণেই নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে। ’

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ১০ আগস্ট, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।