ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পন্টিংয়ের সর্বকালের সেরা একাদশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
পন্টিংয়ের সর্বকালের সেরা একাদশ

ঢাকা: বর্তমান আর সাবেক ক্রিকেটারদের পছন্দের সর্বকালের সেরা একাদশ নিয়ে যেন রীতিমতো মেতে উঠেছে ক্রিকেট বিশ্ব। এবার অস্ট্রেলিয়ার সাবেক দলপতি রিকি পন্টিং তার দেখা সর্বকালের সেরা একাদশ সাজিয়েছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ বছরের লম্বা ক্যারিয়ার সাজানো পন্টিং নিজের অভিজ্ঞতার আলোকে নিজের পছন্দের একাদশ সাজিয়েছেন। যেখানে সবাই সাবেক কিংবদন্তি ক্রিকেটার।

তার বাছাই করা সেরা একাদশে অবশ্য নিজেকে রাখেননি পন্টিং। তবে নিজের দেশ অস্ট্রেলিয়া থেকে রেখেছেন পাঁচ কিংবদন্তিকে। দ্বিতীয় সর্বোচ্চ দু্ই ক্রিকেটার রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের। আর একজন করে ক্রিকেটার রয়েছেন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা আর দক্ষিণ আফ্রিকার।

পন্টিং সর্বকালের সেরা এই একাদশের অধিনায়ক করেছেন শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারাকে। আর এই একাদশের ব্যাটিংয়ের ওপেনিংয়ে রয়েছেন পন্টিংয়ের এক সময়কার দুই সতীর্থ জাস্টিন ল্যাঙ্গার ও ম্যাথু হেইডেন।

তিন নম্বরে ব্যাট হাতে থাকবেন প্রোটিয়াদের সর্বকালের সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস। চার নম্বরে রয়েছেন ভারতের ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার। আর পাঁচে রয়েছেন ক্রিকেটের ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারা।

পন্টিংয়ের একাদশের ছয় নম্বর স্থানটি লঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারার। সাত নম্বরে অজি সাবেক তারকা অ্যাডাম গিলক্রিস্ট। গিলির হাতেই থাকছে উইকেটের পেছনে দাঁড়ানোর দায়িত্ব।

সাতজন ব্যাটসম্যান আর চারজন বোলারকে সর্বকালের সেরা একাদশে রেখেছেন পন্টিং। তিনজন পেসারের সঙ্গে তার একাদশে রয়েছেন একজন বিশ্বসেরা স্পিনার। অজি কিংবদন্তি শেন ওয়ার্ন স্পিনার হিসেবে রয়েছেন। আর পেস বোলিংয়ে রয়েছেন পাকিস্তানের ওয়াসিম আকরাম, অস্ট্রেলিয়ান গ্লেন ম্যাকগ্রা আর ওয়েস্ট ইন্ডিজের কার্টলি অ্যামব্রোস।

পন্টিংয়ের সেরা একাদশ: জাস্টিন ল্যাঙ্গার, ম্যাথু হেইডেন, জ্যাক ক্যালিস, শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, কুমার সাঙ্গাকারা (অধিনায়ক), অ্যাডাম গিলক্রিস্ট (উইকেটরক্ষক), শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম, গ্লেন ম্যাকগ্রা এবং কার্টলি অ্যামব্রোস।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ১২ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।