ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শুক্রবার দেশে ফিরবেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
শুক্রবার দেশে ফিরবেন মোস্তাফিজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে গত বৃহস্পতিবার টাইগার পেসার মোস্তাফিজুর রহমানের বাম কাঁধে সফল অস্ত্রোপচার করেন অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন ওয়ালেস। সবকিছু ঠিক থাকলে আগামী শুক্রবার বাংলাদেশে ফিরবেন মোস্তাফিজ।

তবে, দেশে ফেরার আগে আগামী বুধবার (১৭ আগস্ট) মোস্তাফিজের আবার চিকিৎসকের কাছে যেতে হবে। কাটার মাস্টারকে স্থানীয় সময় দুপর ১২টায় সার্জন ওয়ালেস ফার্টিয়াস ক্লিনিকে আরেকবার দেখবেন।

সাসেক্স ছেড়ে দেওয়ার পর মোস্তাফিজ যুক্তরাজ্যপ্রবাসী এ জি এম সাব্বিরের বাসায় অবস্থান করছিলেন। তবে, অস্ত্রোপচারের পর গত শনিবার পূর্ব লন্ডনের ডেগেনহামে মোস্তাফিজকে নিয়ে বোনের বাসায় উঠেন সাব্বির।

হাত-পায়ে যাতে জড়তা না এসে যায় সে কারণে আপাতত মোস্তাফিজকে হালকা ব্যায়ামের একটি তালিকা দেওয়া হয়েছে। ওয়ালেসের পরামর্শ অনুযায়ী তার ফিজিওথেরাপি শুরু হবে আরও পরে। পুনর্বাসন প্রক্রিয়া ঠিকমতো চললে ৫ থেকে ৬ মাসের মধ্যে মাঠে ফিরতে পারবেন মোস্তাফিজ।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ১৫ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।