ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঢাকায় ইসিবি’র নিরাপত্তা প্রতিনিধি দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
ঢাকায় ইসিবি’র নিরাপত্তা প্রতিনিধি দল ছবি: কাসেম হারুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চারদিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিরাপত্তা প্রতিনিধি দল। ভারত থেকে তাদের বহনকারী জেট এয়ারওয়েজের একটি ফ্লাইট বুধবার (১৭ আগস্ট) সকাল ১১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

তিন সদস্যের প্রতিনিধি দলে আছেন ইসিবি’র নিরাপত্তা উপদেষ্টা রেগ ডিকাসন, পিসিএ প্রধান নির্বাহী ডেভিড লেথারডেল ও ইসিবি’র ক্রিকেট অপারেশনের ডিরেক্টর জন কার।  

ইসিবির নিরাপত্তা প্রতিনিধি দলের রিপোর্টের ওপর নির্ভর করছে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের ভাগ্য! তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর ইংলিশ ক্রিকেট দলের ঢাকায় আসার কথা। ভেন্যু ঢাকা ও চট্টগ্রাম।

নিরাপত্তা প্রতিনিধি দলের বাংলাদেশের নিরাপত্তা এজেন্সি, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার হাইকমিশন ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সাক্ষাত করার কথা রয়েছে।

বিসিবি সূত্রে জানা যায়, প্রথম দিনে প্রতিনিধি দলটি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও আমেরিকান দূতাবাসে যাবেন। সেখানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবেন তারা।

দ্বিতীয় দিন মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন র‌্যাব, পুলিশ, বিজিবি'র মহাপরিচালক এবং ডিজিএফআই এর কর্মকর্তারা।

তৃতীয় দিন তারা চট্টগ্রাম যাবেন। সেখানে মাঠ ও নিরপত্তা পর্যবেক্ষণ করবে নিরাপত্তা প্রতিনিধি দলটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তাদের দেখা করার কথা রয়েছে। যদিও সে সূচি এখনও চূড়ান্ত হয়নি।

গত মাসে গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার পর  নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ সফরে ইংল্যান্ড আসবে কিনা তা নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। তবে কোনো সিরিজের আগে নিয়মমাফিক রুটিন ওয়ার্ক হিসেবেই এসেছে ইসিবির নিরাপত্তা প্রতিনিধি দলটি।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।