ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অজিদের হটিয়ে শীর্ষে ভারত, সুযোগ থাকছে পাকিস্তানেরও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
অজিদের হটিয়ে শীর্ষে ভারত, সুযোগ থাকছে পাকিস্তানেরও টেস্ট সিরিজ হোয়াইটওয়াশ হওয়া অজি দল-ছবি:সংগৃহীত

ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ভারতের কাছে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ অবস্থান হারালো অস্ট্রেলিয়া। তবে নিজেদের শীর্ষ অবস্থান ধরে রাখতে হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চার ম্যাচ সিরিজের শেষ টেস্টটি জিততেই হবে ভারতের।

যেটি ১৮ আগস্ট ত্রিনিদাদে শুরু হবে।

কলম্বোয় লঙ্কানদের বিপক্ষে শেষ ম্যাচে ১৬৩ রানে হেরে শীর্ষ অবস্থান থেকে তিনে নেমে গেছে অজিরা। আগে তাদের রেটিং পয়েন্ট ১১৮ থাকলেও হারের ফলে বর্তমানে স্টিভেন স্মিথদের পয়েন্ট ১০৮। যা চারে থাকা ইংল্যান্ডের সমান।

অস্ট্রেলিয়া ৩-০তে হোয়াইটওয়াশ হওয়ায় উন্নতি হয়েছে পাকিস্তানেরও। কারণ ইংল্যান্ডের বিপক্ষে ওভাল টেস্ট জিতে চার ম্যাচ সিরিজে ২-২ ব্যবধানে ড্র করে মিসবাহ বাহিনী। আর ভারত যতি শেষ টেস্ট ড্র অথবা হেরে যায় তবে ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে চলে আসবে পাকিস্তান।

এদিকে অজিদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জেতার পাশাপাশি সফরকারী দলটিকে হোয়াইটওয়াশ করায় উন্নতি হয়েছে অ্যাঞ্জলো ম্যাথিউসদেরও। সাত থেকে দক্ষিণ আফ্রিকাকে হটিয়ে ছয়ে উঠে এসেছে তারা। সিরিজের আগে ৮৫ পয়েন্ট নিয়ে শুরু করা লঙ্কানদের বর্তমান রেটিং পয়েন্ট ৯৫।

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিং: ১.ভারত (১১২ পয়েন্ট), ২.পাকিস্তান (১১১), ৩.অস্ট্রেলিয়া (১০৮), ৪.ইংল্যান্ড (১০৮), ৫.নিউজিল্যান্ড (৯৯), ৬.শ্রীলঙ্কা (৯৫), ৭.দক্ষিণ আফ্রিকা (৯২), ৮.ওয়েস্ট ইন্ডিজ (৬৫), ৯.বাংলাদেশ (৫৭), ১০.জিম্বাবুয়ে (৮)।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ১৭ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।