ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ সফরে ইংল্যান্ডের সবুজ সংকেত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
বাংলাদেশ সফরে ইংল্যান্ডের সবুজ সংকেত ছবি: সংগৃহীত

ঢাকা: নির্ধারিত সময়েই বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। নিজেদের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করেছে ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি)।

সিরিজ সামনে রেখে ইতোমধ্যেই বাংলাদেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে গেছেন ইসিবি’র নিরাপত্তা প্রতিনিধি দল।

দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর অ্যালিস্টার কুকদের ঢাকায় আসার কথা। ম্যাচের ভেন্যু ঢাকা ও চট্টগ্রাম। সিরিজকে সামনে রেখে মিরপুরে কঠোর অনুশীলন করছেন মাশরাফি-সাকিব-তামিমরা।

এর আগে স্টেডিয়াম ও টিম হোটেলের বাইরের নিরাপত্তা নিয়ে খানিকটা শঙ্কা প্রকাশ করেছিলেন ইসিবির নিরাপত্তা পরিচালক রেগ ডিকসন। বিমানবন্দর থেকে হোটেল আর হোটেল থেকে ভেন্যু পর্যন্ত যাওয়া। এতেই বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ নিয়ে নতুন করে উদ্বেগ জাগে। তবে শেষ পর্যন্ত ইংলিশ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার সবুজ সংকেতের মধ্য দিয়ে সব অনিশ্চিয়তাই দূর হলো।


গত ১৭ আগস্ট তিনদিনের সফরে ঢাকায় আসেন ইসিবি’র তিন সদস্যের নিরাপত্তা প্রতিনিধি দল। ইসিবি’র নিরাপত্তা ব্যবস্থাপনা পরিচালক রেগ ডিকাসন, পিসিএ পরামর্শক ও ইসিবির ক্রিকেট অপারেশন্স পরিচালক জন কার, প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (পিসিএ) প্রধান নির্বাহী ডেভিড লেথারডেল।

প্রতিনিধি দলের প্রধান রেড ডিকাসনের দেয়া রিপোর্টের ওপর ভিত্তি করে নিরাপত্তা ইস্যু ও অন্যান্য বিষয়ে আলোচনায় বসেন ইংল্যান্ড খেলোয়াড়রা। টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক ও ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগান উপস্থিত থাকেন। রেগ ডিকাসন ছাড়াও ইসিবির পরিচালক অ্যান্ড্রু স্ট্রাইস, ডেভিড লেথারডেল, জন কার ও ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন নিজেদের মতামত তুলে ধরেন।

বৈঠকের পর ইংল্যান্ড দলের যথাসময়ে বাংলাদেশ সফরের ব্যাপারটি নিশ্চিত করেন সাবেক ইংলিশ অধিনায়ক স্ট্রাউস, ‘ইংল্যান্ডের বাংলাদেশ ট্যুর পরিকল্পনা অনুযায়ীই হবে। বরাবরের মতোই এ সফর জুড়েও আমাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত থাকবে। ’

সিরিজের সূচি:
প্রথম ওয়ানডে (৭ অক্টোবর) - মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
দ্বিতীয় ওয়ানডে (৯ অক্টোবর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
তৃতীয় ওয়ানডে (১২ অক্টোবর) – চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
প্রথম টেস্ট (২০-২৪ অক্টোবর) - চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
দ্বিতীয় টেস্ট (২৮ অক্টোবর-১ নভেম্বর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।

সবগুলো ওয়ানডে ম্যাচ দুপুর ১টায় আর সকাল সাড়ে ৯টায় শুরু হবে টেস্ট।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
এসআর/জেডএস/এমআরএম

** নির্ধারিত সময়েই আসবে ইংল্যান্ড ক্রিকেট দল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।