ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডের আগে আসছে আফগানিস্তান!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬
ইংল্যান্ডের আগে আসছে আফগানিস্তান! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: ইংল্যান্ডের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা থাকায় অন্য কোনো একটি দলের সঙ্গে আলোচনা এগিয়ে রেখেছিল বিসিবি। সেটি জেনেই শনিবার (২৭ আগস্ট) মিরপুরে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীকে বার বার প্রশ্ন করা হচ্ছিল, ইংল্যান্ড সিরিজের আগে বাংলাদেশে কোনো সিরিজ আছে কিনা?

উত্তরে তিনি জানান, ‘সম্ভাব্য অনেক কিছু নিয়েই আলোচনা হচ্ছে।

আশা করি দ্রুতই আপনাদের কিছু জানাতে পারবো। ’

তিনি খুলে না বললেও স্টেডিয়াম পাড়ায় গুঞ্জন ইংল্যান্ডের আগেই নাকি সফরে আসছে আফগানিস্তান। সব ঠিক থাকলে ইংল্যান্ডের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসতে পারে আফগানিস্তান ক্রিকেট দল।

একটি সূত্রে জানা গেছে, আজ মিরপুরে অনুশীলনে খেলোয়াড়দের সঙ্গে এ নিয়ে নাকি কথা বলেছেন জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সিরিজের সম্ভাব্য সময় সেপ্টেম্বরের শেষ সপ্তাহ।

গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন একটা ইঙ্গিত দিয়ে রেখেছিলেন ক্রীড়া সাংবাদিকদের। তিনি জানিয়েছিলেন, দুই-একদিনের মধ্যে শুধু নতুন বোলিং কোচের নাম ঘোষণাই নয় আরও অনেক কিছু জানানো হবে। আফগানিস্তানের বাংলাদেশ সফরই কি সেটির একটি!

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ২৭ আগস্ট ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।