ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রাতে পেস বোলিং কোচের নাম ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
রাতে পেস বোলিং কোচের নাম ঘোষণা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে টাইগারদের নতুন পেস বোলিং কোচের নাম ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার রাত ৯টায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গুলশানে তার নিজ বাসায় সংবাদ সম্মেলন করে নতুন কোচের নাম ঘোষনা করবেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব থেকে সরে যান হিথ স্ট্রিক। এরপর নতুন বোলিং কোচের সন্ধানে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হিথ স্ট্রিকের বিকল্প পাওয়া গেছে বেশ কয়েকদিন আগেই। তবে কোচের অনুরোধেই এতদিন তার নাম প্রকাশ করেনি বিসিবি।

এবার তার নাম ঘোষণার পালা। ক্রিকেট পাড়ায় গুঞ্জন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার অ্যালান ডোনাল্ড হতে যাচ্ছেন মাশরাফি-তাসকিনদের নতুন কোচ। এ কোচের সঙ্গে আলোচনায় আছে আরও দুটি নাম। তারা হলেন ওয়েস্ট ইন্ডিজের দুই কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালস, কার্টলি অ্যামব্রোস।

টাইগারদের নতুন পেস বোলিং কোচ সেপ্টেম্বরের ১ কিংবা ২ তারিখের মধ্যেই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন বলে নিশ্চিত করেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ২৮ আগস্ট ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।