ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ডু প্লেসিসের সেঞ্চুরিতে অজিদের টানা হারের লজ্জা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৬
ডু প্লেসিসের সেঞ্চুরিতে অজিদের টানা হারের লজ্জা ফাফ ডু প্লেসিস-ছবি:সংগৃহীত

ঢাকা: ফাফ ডু প্লেসিসের দুর্দান্ত সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ১৪২ রানের বিশাল ব্যবধানে হারালো দক্ষিণ আফ্রিকা। ফলে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের টানা দুই ম্যাচেই হারের বৃত্তে রইল অজিরা।

প্রোটিয়াদের দেওয়া ৩৬২ রানের টার্গেটে ৩৭.৪ ওভারে ২১৯ রানে সবকটি উইকেট হারায় স্টিভেন স্মিথের দল।

 

জোহার্নেসবার্গে স্বাগতিক বোলারদের দাপুটে বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় অজিরা। ওপেনার ডেভিড ওয়ার্নার ৫০ রান করে আউট হন। মাঝে টারভিস হেড ৫১ করলেও অন্যকেউ বড় স্কোর না করতে পারায় হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয় দলটিকে।

প্রোটিয়া বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট পান ওয়েন পারনেল। আর দুটি করে উইকেট তুলে নন কেগিয়াসো রাবাদা ও অ্যান্ডিল পেহলুকওয়াও।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক ডু প্লেসিসের ষষ্ঠ সেঞ্চুরিতে নির্ধারিত ওভার শেষে ছয় উইকেট হারিয়ে ৩৬১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। ডানহাতি এ ব্যাটসম্যান ৯৩ বলে ১৩ চারে ১১১ রান করে আউট হন। এছাড়া ৮২ রান করেন জেপি ডুমিনি। ৭৫ রান করেন ওপেনার রিলে রুশো। অজি বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট পান জন হ্যাস্টিং।

আগামী ৫ অক্টোবর ডারবানে দু’দলের তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, ০২ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।