ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাট হাতে ২৬ করলেন আশরাফুল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৬
ব্যাট হাতে ২৬ করলেন আশরাফুল মোহাম্মদ আশরাফুল-ছবি:সংগৃহীত

ঢাকা: তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ঢাকা বিভাগের বিপক্ষে আগের ম্যাচেই ক্রিকেটে ফিরেছিলেন মোহাম্মদ আশরাফুল। বৃষ্টিতে ম্যাচটি ভেসে গেলে আর মাঠেই নামা হয়নি তার।

তবে ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তৃতীয় দিনে এসে ব্যাট হাতে নামার সুযোগ পান আশরাফুল।

উইকেটে সেট হয়েও বড় ইনিংস খেলতে পারেননি ছয় নম্বর পজিশনে নামা ঢাকা মেট্রোর এই ক্রিকেটার। ৬৩ বলে ২৬ রান করে আউট হন বরিশাল বিভাগের মিডিয়াম পেসার সালমান হোসেনের বলে।    

বরিশালের প্রথম ইনিংসে দেওয়া ৪১৯ রানের জবাবে ঢাকা মেট্রোর প্রথম ইনিংসের ৬৬তম ওভারে ব্যাট হাতে মাঠে নামেন আশরাফুল। প্রথম বলে চার মেরে নিজের রানের খাতা খুলেন তিন বছর পর মাঠে ফেরা এই ব্যাটসম্যান।

ব্যাট হাতে আশরাফুলের ইনিংসটি উজ্জল না হলে বল হাতে চমকদেখিয়েছেন। ২১ ওভার বল করে ৬২ রান দিয়ে তুলে নেন বরিশাল ইনিংসের  চার উইকেট।

আগের দিনের ৩ উইকেটে ১৪৫ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা মেট্রোর প্রথম ইনিংস শেষ হয় ২৪৫ রানে। ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ম্যাচের তৃতীয় দিন শেষে ঢাকা মেট্রো তুলেছে এক উইকেটে ১৩৩ রান। প্রথম ইনিংসে ৪৯ রান করে রান আউট হওয়া শামসুর রহমান এদিন সাজঘরে ফেরেন ৪৪ রান করে। সাদমান ইসলাম ৬৫ ও আসিফ আহমেদ ২১ রানে অপরাজিত থাকেন।

বরিশালের বাঁহাতি স্পিনার মনির হোসেন নিয়েছেন একমাত্র উইকেটটি।
 
বরিশালের চেয়ে এখনও ৪১ রানে পিছিয়ে ঢাকা মেট্রো। হাতে আছে ৯ উইকেট। আগামীকাল ম্যাচের চতুর্থ ও শেষ দিন।
 
অন্যদিকে ঢাকা ও খুলনা বিভাগের ম্যাচের তৃতীয় দিনও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিনে টস হেরে ব্যাটিংয়ে নেমে এক উইকেট হারিয়ে ১৭২ রান তোলে খুলনা বিভাগ। এনামুল হক বিজয় ৮৪ ও মোসাদ্দেক ইফতেখার ৭১ রানে অপরাজিত আছেন। প্রথম দিন ৫০.৫ ওভার খেলা হওয়ার পর বৃষ্টির কারনে গেল দুই দিনই মাঠে গড়ায়নি বল। দ্বিতীয় দিনের মতো আজও মাঠে বল গড়ায়নি।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ০৪ অক্টোবর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।