ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্বপ্ন দেখাচ্ছেন ইমরুল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৬
স্বপ্ন দেখাচ্ছেন ইমরুল হাফসেঞ্চুরির পর ইমরুল-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: ৩১০ রান তাড়ায় নেমে ক্রিস ওকসকে ছক্কা মেরে (ওভারের ‍তৃতীয় বলে) শুরু। শেষ বলে চার মেরে, দারুণ কিছুরই ইঙ্গিত দিলেন বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস।

শের-ই-বাংলা স্টেডিয়ামে ইংলিশ-বধের স্বপ্ন দেখাচ্ছে ইমরুলের ব্যাট।

তামিম ইকবালের সঙ্গী হয়ে নামা ইমরুল তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১৩তম অর্ধশতক। তামিম (৩১ বলে ১৭) নিস্প্রভ এক ইনিংস খেলে ফিরে গেছেন সাজঘরে। ওপেনার হিসেবে তাই দায়িত্বটা কাঁধে ইমরুলের। ৫৫ বলে ৭টি চার আর বিশাল দুটি ছক্কায় এ বাঁহাতি ব্যাটসম্যান অপরাজিত আছেন ৫৪ রানে।

ইমরুল ইনিংসটা টেনে তিন অঙ্কে নিতে পারলে লড়াইটা আজ জমতেই পারে শের-ই-বাংলা স্টেডিয়ামে।
 
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩৭ রান করেও পরের দুই ম্যাচে একাদশে জায়গা হয়নি ইমরুলের। ফতুল্লায় ইংলিশদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৯১ বলে ১২১ রানের দুর্দান্ত ইনিংস খেলেই ফেরেন ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের একাদশে। টেস্টের এ নিয়মিত ওপেনার ওয়ানডে ফরম্যাটে স্থায়ী হওয়ার দাবি করতেই পারেন।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ০৭ সেপ্টেম্বর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।