ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নারীদের লাইনে 'ব্লাকারদের আধিপত্য'

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৬
নারীদের লাইনে 'ব্লাকারদের আধিপত্য' ছবি: জি এম মুজিবুর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: 'আইজকা বাংলাদেশ আর আফগানিস্তানের খেলা! খেলা শুরু হইবে ১টায়। ' মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট বিক্রির বুথের সামনে নারীদের লাইনে দাঁড়িয়ে কথাগুলো বলেন হেলেনা।

পাশে দাঁড়িয়ে থাকা মালেকা নামে আরেক মধ্যবয়সী নারী বলে ওঠে, আরে না, জিম্বাবুয়ের সাথে!

এই হচ্ছে,বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার ২য় ওয়ানডের টিকিট প্রত্যাশী নারীদের অবস্থা।   আজকে কার সঙ্গে খেলা, কখন খেলা এ বিষয়ে যাদের ন্যূনতম জ্ঞানও নেই।

শনিবার (অক্টোবর ০৮) রাত থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছে ক্রিকেট পাগল দর্শক। ছেলেদের পাশাপাশি নারীদেরও দীর্ঘ লাইন। তবে নারী দর্শকদের লাইনে ব্লাকারদের অাধিপত্যই বেশি অভিযোগ প্রকৃত ক্রিকেট প্রেমীদের।

রোববার (০৯ অক্টোবর) সকালে  মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বুথে গিয়ে দেখা যায়, টিকিট প্রত্যাশী নারীদের লাইনের প্রথমে এক দল হিজড়া। যারা সকাল ৯টার পর লাইনের প্রথমে এসে দাঁড়ায়। এছাড়া লাইনের প্রথমে যারা দাঁড়িয়েছে, এরা প্রতি খেলাতেই স্টেডিয়ামের সামনে বেশি দামে টিকিট বিক্রি করে।

সরেজমিন ঘুরে জানা যায়, নারীদের লাইনে দাঁড়ানোদের বেশির ভাগই কারো বাড়ির কাজের বুয়া অথবা ফুটপাতের বাসিন্দা। কাউন্টার থেকে টিকিট কিনে বেশি দামে বিক্রি করাই তাদের উদ্দেশ্য। এমনকি লাইনে যারা দাঁড়িয়েছে তাদের অনেককেই পুলিশ আগে থেকে চেনে।

দুই মেয়েকে নিয়ে লাইনে দাঁড়িয়েছেন মজিদা।   আজকে কার খেলা জানতে চাইলে তিনি বলেন, কার খেলা কইতে পারি না। টিকিট লাগবো তাই কাল থাইকা লাইনে দাঁড়াইছি।

রাত্রী নামে ক্রিকেট প্রেমী শির্ক্ষার্থী জানান, আমি সকালে এসে লাইনের প্রথমে দাঁড়াতে পারি নাই। যারা লাইনের সামনে দাঁড়িয়েছে, এরা কেউ খেলা দেখবে না। ব্লাকে টিকিট বিক্রি করবে। আমাকে একজন বললো, আপা আপনি তো টিকিট পাইবেন না, ৩ হাজার টাকা দিয়েন গ্যালারির টিকিট দিবো নে। পুলিশ তাদের বিরুদ্ধে একটু ব্যবস্থা নিলে আমরা ক্রিকেট প্রেমীরা খেলা দেখতে পারি।

আব্দুর রহিম নামে এক পুলিশ কর্মকর্তা জানান, এখানে কিছু করার নেই। এরা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে রয়েছে। কারা খেলা দেখবে আর কারা দেখবে না এটা যাছাই করা কষ্টকর।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, ৯ অক্টোবর, ২০১৬
এমসি/আরআই

আরও পড়ুন
** টিকিট বিক্রি চলছে, দীর্ঘ লাইনে অপেক্ষা
** মিরপুরে দ্বিতীয় ওয়ানডের টিকিট বিক্রি চলছে
** সিরিজে ফেরার প্রত্যাশায় বুক বাঁধছে সবাই
** ‘টাইগারদের খেলা দেখবো, টিকিট চাই’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।