ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ডি ভিলিয়ার্সকে ছাড়াই অস্ট্রেলিয়া সফরে প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৬
ডি ভিলিয়ার্সকে ছাড়াই অস্ট্রেলিয়া সফরে প্রোটিয়ারা ছবি: সংগৃহীত

ঢাকা: কনুইয়ের ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ মিস করছেন। আসন্ন টেস্ট সিরিজেও ছিটকে গেছেন এবি ডি ভিলিয়ার্স।

তার অনুপস্থিতিতে ফাফ ডু প্লেসিসের নেতৃত্বে চলমান হোম সিরিজ শেষে তিনটি টেস্ট খেলতে অস্ট্রেলিয়ায় উড়াল দেবে প্রোটিয়ারা। যার মধ্যে একটি ডে-নাইট টেস্ট রয়েছে। পার্থে ৩ নভেম্বর শুরু প্রথম টেস্ট।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে টানা চারটিতে হেরে অজিদের সামনে এখন হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ। কেপটাউনে ১২ অক্টোবর পঞ্চম ওয়ানডে। চতুর্থ ম্যাচে (৯ অক্টোবর) দলে ফিরেই বাজিমাত করেন দু’টি ওয়ানডে খেলা বাঁহাতি স্পিনার তাবরিজ শামসি। তিন উইকেট নিয়ে অজিদের ১৬৭ রানে গুটিয়ে দিতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

ওয়ানডে টিমের হয়ে সাফল্যের পুরস্কারই পেলেন শামসি। এবার তার টেস্ট দলে অভিষেকের অপেক্ষা। ১৬ সদস্যের স্কোয়াডে অন্য নতুন মুখ আরেক বাঁহাতি স্পিনার কেশব মহারাজ। যার এখনো আন্তর্জাতিক ক্রিকেটেই পা রাখা হয়নি।

গত আগস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে দু’টি হোম টেস্টেই খেলা অফস্পিনার ডেন পিডেট বাদ পড়েছেন। পিঠের ইনজুরিতে ওই সিরিজটি মিস করা পেসার মরনে মরকেল ফিরেছেন। এদিকে, ৩৫টি ওয়ানডে ও ১৫টি টি-টোয়েন্টি খেলা ব্যাটসম্যান রাইলি রুশো এবার সাদা পোশাকে অভিষিক্ত হবেন। কুইন্টন ডি ককের ব্যাকআপ উইকেটরক্ষক হিসেবে আছেন ড্যান ভিলাস।

দক্ষিণ আফ্রিকা টেস্ট স্কোয়াড: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), কাইল অ্যাবট, হাশিম আমলা, তেম্বা বাভুমা, স্টিফেন কুক, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, ডিন এলগার, কেশভ মহারাজ, মরনে মরকেল, ভারনন ফিল্যান্ডার, কাগিসো রাবাদা, রাইলি রুশো, তাবরিজ শামসি, ডেল স্টেইন, ড্যান ভিলাস।

দলে ঢুকেছেন যারা: মরনে মরকেল, কেশব মহারাজ, তাবরিজ শামসি, রাইলি রুশো, ড্যান ভিলাস।

বাদ পড়েছেন যারা: ক্রিস মরিস, ওয়েন পারনেল, ডেন পিডেট, স্টিয়ান ভ্যান জিল।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।