ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

'আমার তরুণ দলের জন্য এটা বড় অর্জন'

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
'আমার তরুণ দলের জন্য এটা বড় অর্জন' ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ইংল্যান্ডের এই তরুণ দলের জন্য সিরিজ জেতাটা বড় অর্জন বলে মন্তব্য করেছেন দলটির সেনাপতি বাটলার।

 

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার দলের অধিকাংশই তরুণ।

তাদের নিয়ে সিরিজ জেতাটাই অসাধারণ। সত্যিই বাংলাদেশে দুর্দান্ত ট্যুর কেটেছে।

এই সিরিজে প্রথমবারের মতো মুযোগ পেয়েই দুর্দান্ত হাফসেঞ্চুরি করেছেন ওপেনার ব্যাটসম্যান সেম বিলিংস।

অধিনায়ক প্রশংসায় ঝরিয়েছেন তাকে।

তার সম্পর্কে বলতে গিয়ে বাটলার বলেন, সুযোগটা দুর্দান্তভাবে কাজে লাগিয়েছেন বিলিংস। ওপেনিংয়ে নেমে তার এমন ইনিংস আমাদের লক্ষ্যটা সহজ করে দিয়েছে।
অন্যদিকে আজকের ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ আদিশ রশিদকেও প্রশংসায় ভাসিয়েছেন বাটলার।

বাটলার বলেন, আবহাওয়াকে কাজে লাগিয়ে দুর্দান্ত বল করেছে আদিল রশিদ। গুরুত্বপূর্ন সময়ে উইকেট তুলে নিয়ে ব্যাক থ্রুো এনে দিয়েছে সে।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।