ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ডে-নাইট টেস্টের প্রথম দিনটি পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬
ডে-নাইট টেস্টের প্রথম দিনটি পাকিস্তানের ছবি: সংগৃহীত

ঢাকা: নিজেদের ক্রিকেট ইতিহাসে ৪০০তম টেস্ট খেলছে পাকিস্তান। টপ অর্ডারের ব্যাটিং নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দিন শেষে তাদের সংগ্রহ এক উইকেটে ২৭৯।

ক্যারিয়ারের ১১তম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত ওপেনার আজহার আলী।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের পর এটি ইতিহাসের দ্বিতীয় ডে-নাইট টেস্ট। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মিসবাহ উল হক। পাকিস্তানের হয়ে সাদা পোশাকে অভিষিক্ত হন ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই সেঞ্চুরির রেকর্ডধারী উদীয়মান বাবর আজম ও স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ।

গোলাপি বলে ক্যারিবীয় বোলারদের হতাশায় ডুবিয়ে উদ্বোধনী জুটিতে ২১৫ রান তোলেন সামি আসলাম ও আজহার। এই গ্রাউন্ডে এটিই সর্বোচ্চ রানের ওপেনিং জুটি। প্রথম ইনিংসে দেড়শ’র অধিক রানের পরিসংখ্যানে বিগত পঞ্চাশ বছরে এটি পাকিস্তানি ওপেনারদের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। দু’বছর আগে আবুধাবিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭৮ রানের পার্টনারশিপ গড়েছিলেন আহমেদ শেহজাদ ও মোহাম্মদ হাফিজ।

মাত্র ১০ রানের জন্য প্রথম টেস্ট শতক বঞ্চিত হন আসলাম। ৬৮তম ওভারে রোস্টন চেজের বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ২০ বছর বয়সী এ বাঁহাতি ওপেনার। আজহার ১৪৬ ও আসাদ শফিক ৩৩ রানের অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন।

বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৩
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।