ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দেশে ফিরে গেছেন ওয়ানডে ক্রিকেটাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬
দেশে ফিরে গেছেন ওয়ানডে ক্রিকেটাররা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতে (২-১) গতকাল (বৃহস্পতিবার) রাতে দেশে ফিরে গেছেন ইংল্যান্ডের ওয়ানডে দলের ক্রিকেটাররা। তবে টেস্ট দলে সুযোগ পাওয়া ক্রিকেটাররা থেকে গেছেন চট্টগ্রামেই।

আগামী ২০-২৪ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট।
 
টেস্ট সিরিজকে সামনে রেখে ইংল্যান্ডের বেশিরভাগ ক্রিকেটারই বাংলাদেশে চলে এসেছেন। ব্যতিক্রম কেবল টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুকের ক্ষেত্রে। ওয়ানডে দলের ক্রিকেটারদের সঙ্গে তিনি ফিরে গেছেন নিজ দেশে। বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে ওয়ানডে সিরিজ শুরুর আগেই ঢাকায় পৌঁছান কুক।

মিরপুরের একাডেমি মাঠে সপ্তাহখানেক অনুশীলনও করেন। কেননা টেস্ট সিরিজ শুরুর আগে নিজেকে ঝাঁলিয়ে নেয়ার তেমন সুযোগ পাবেন না এ বাঁহাতি ওপেনার। সন্তানসম্ভবা স্ত্রীকে সময় দিতে নিজ দেশে ফিরে যেতে হয়েছে তাকে। বাংলাদেশে আসবেন টেস্ট শুরুর দুই-তিন আগে। এ জন্য বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচেও অংশ নিতে পারছেন না কুক।
 
ওয়ানডে দলের ক্রিকেটারদের মধ্যে টেস্ট স্কোয়াডে থাকা ক্রিকেটাররা হলেন- জস বাটলার, আদিল রশিদ, বেন স্টোকস, বেন ডাকেট, মঈন আলী, ক্রিস ওকস, জন বেয়ারেস্টো ও জ্যাক বল।
 
দেশে ফিরে যাওয়া বাকি ক্রিকেটাররা হলেন- জ্যাসন রয়, জেমস ভিঞ্চি, লিয়াম ডসন, স্যাম বিলিংস, ডেভিড উইলি ও লিয়াম প্লাঙ্কেট।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।