ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলানিউজের গ্রুপে চ্যানেল আই ও সংবাদ প্রতিদিন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬
বাংলানিউজের গ্রুপে চ্যানেল আই ও সংবাদ প্রতিদিন

ঢাকা: দেশ ও দেশের বাইরের ক্রীড়ার খবর পাঠকদের সামনে তুলে ধরেন ক্রীড়া সাংবাদিকরা। তবে মাঠে নেমে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ কমই পান তারা।

ক্রীড়া সাংবাদিকদের নিয়ে ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটি (বিএসজেসি) আয়োজন করেছে ‘ওয়ালটন-বিএসজেসি মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৬। ’

দেশের ২৪টি মিডিয়া হাউজের (ইলেকট্রনিকস, প্রিন্ট ও অনলাইন) অংশগ্রহণে আগামী রোববার (১৬ অক্টোবর) থেকে শুরু হচ্ছে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসর। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ১০টি ইলেকট্রনিকস মিডিয়া, ১১টি প্রিন্ট মিডিয়া ও ৩টি অনলাইন নিউজ পোর্টাল রয়েছে।

এ আসরে প্রথমবারের মতো অংশ নিতে যাওয়া দেশের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম প্রথম পর্বে খেলবে চ্যানেল আই ও সংবাদ প্রতিদিনের বিপক্ষে।  

শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে লটারির মাধ্যমে টুর্নামেন্টের গ্রুপিং অনুষ্ঠিত হয়। ২৪টি দলকে লটারির মাধ্যমে আটটি গ্রুপে ভাগ করা হয়। বাংলানিউজটোয়েন্টিফোর.কম, চ্যানেল আই ও সংবাদ প্রতিদিন পড়েছে ‘ই’ গ্রুপে।  

গ্রুপ নির্ধারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসজেসি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম, ঢাকা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক রাজু আহমেদ, টুর্নামেন্টের আহবায়ক কামাল হোসেন বাবলু ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রশাসক মোহাম্মদ ইয়াহিয়া।

গ্রুপিং হয়ে গেলেও টুর্নামেন্টের ফিকচার এখনো চূড়ান্ত হয়নি। আগমীকাল (১৫ অক্টোবর) দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে সূচি জানাবেন আয়োজকরা।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে প্রথম পর্বের খেলা। প্রতিটি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে উঠবে। এরপর নকআউট পর্বের ভিত্তিতে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। ম্যাচের দৈর্ঘ্য ৬ ওভার, প্রতি দলে অংশ নিতে পারবেন ৭জন ক্রিকেটার। তবে ১০জন খেলোয়াড় নিবন্ধন করার সুযোগ রয়েছে।

চাইলে একটি দল পেশাদার কোনো খেলোয়াড়কে ‘অতিথি খেলোয়াড়’ ক্যাটাগরিতে দলে অন্তর্ভূক্ত করতে পারবেন। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের নীল টার্ফে অনুষ্ঠিত হবে। পুরো মাঠটিকে দুই ভাগে বিভক্ত করে একই সময়ে দুটি ম্যাচ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

চ্যাম্পিয়ন দল ট্রফির সঙ্গে প্রাইজমানি হিসেবে পাবে ৫০ হাজার টাকা। রানার্সআপ দলের জন্য প্রাইজমানি ৩০ হাজার টাকা। এছাড়া টুর্নামেন্টের দুই সেমিফাইনালিস্ট দলের জন্য রয়েছে ১০ হাজার টাকার প্রাইজমানি।

কোন গ্রুপে কারা:
গ্রুপ ‘এ’- ঢাকা ট্রিবিউন, কালের কণ্ঠ, দ্য ইন্ডিপেন্ডেন্ট।
গ্রুপ ‘বি’-যমুনা টিভি, এসএ টিভি, নিউ ন্যাশন।
গ্রুপ ‘সি’-মাছরাঙ্গা টিভি, বিডিনিউজটোয়েন্টিফোর.কম, এটিএন নিউজ।
গ্রুপ ‘ডি’-দৈনিক ইনকিলাব, নয়া দিগন্ত, এটিএন বাংলা।
গ্রুপ ‘ই’-বাংলানিউজটোয়েন্টিফোর.কম, চ্যানেল আই, সংবাদ প্রতিদিন।
গ্রুপ এফ’- জিটিভি, বৈশাখী টিভি, বনিক বার্তা।
গ্রুপ ‘জি’- বাংলা টিব্রিউন, নিউজটোয়েন্টিফোর, দ্য ডেইলি স্টার।
গ্রুপ ‘এইচ’-মানবকণ্ঠ, আরটিভি, বিটিভি।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ১৪ অক্টোবর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।