ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শুরুটা ভালো হলো না ‘বয়কট’র!

তাসনীম হাসান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
শুরুটা ভালো হলো না ‘বয়কট’র! ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: বাংলাদেশ পর্বের শুরুটা ভালো হলো না ‘জিওফ বয়কটে’র। জিওফ বয়কট! লোকটা আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিয়েছেন তাও ৩৬ বছর হয়ে গেল।

কম তো না, গুণে গুণে তিন যুগ। তো ইংল্যান্ড-বাংলাদেশ প্রস্তুতি ম্যাচে তার নাম আসার কারন কি?

খোলাসা করা যাক বিষয়টি-ইংল্যান্ড কিংবদন্তির নামটা আসছে আরেক ইংলিশ তরুণ তুর্কির কল্যাণে। তিনি হাসিব হামিদ। প্রথম শ্রেণির ক্রিকেটে হইচই ফেলে দেওয়া ইংল্যান্ডের বিস্ময় বালককে যে এখনি তুলনা করা হচ্ছে জিওফ বয়কটের সঙ্গে।

বাংলাদেশে এসে শনিবার প্রথমবারের মতোই খেলতে নেমেছেন এই ক্রিকেটার, চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। চলতি বছরের ২৭ জানুয়ারি এই মাঠে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে ফিজির বিপক্ষে ইংল্যান্ডের হয়ে ওপেনিংয়ে ডেনিয়েল লরেন্সের সঙ্গি হতে পারতেন হাসিব হামিদও। কিন্তু এর আগে বিস্ময়করভাবে দলে জায়গা না হওয়ায় খেলা হয়নি ‘ছোটদের’ বিশ্বকাপ। তবে সেই বিশ্বকাপ খেলতে না পারার জেদটাই মাত্র নয় মাসের মাথায় আজ তাকে টেস্ট ক্যাপটা প্রায়ই মাথার কাছাকাছি এনে দিল। ওই বিশ্বকাপের পরেই তো প্রথম শ্রেণির ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিয়েছেন এই কিশোর। যার রেশ ধরে সরাসরি ইংল্যান্ড জাতীয় দলে।

শনিবার (১৫ অক্টোবর) সেই মাঠেই বিসিবি একাদশের সঙ্গে অনুষ্ঠিত প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামাটাই ছিল হাসিব হামিদের আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার আগের সর্বশেষ ধাপ। কিন্তু ওপেনিংয়ে নেমে নিজের নামের সঙ্গে সুবিচার করতে পারেননি তিনি।

মাত্র ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৩৩ ইনিংসেই যার সাড়ে ৪৮ গড়, ১৪৫৫ রান, তার মধ্যে চারটি সেঞ্চুরি ও ৯ টি হাফ সেঞ্চুরির ইনিংস। ছোট্ট ক্যারিয়ারে যার এত এত বড় কীর্তি তার নামের সঙ্গে ১৬ রানটা কেমন জানি বেমানান।

তাও ইনিংসের ১৫তম বলে প্রথম রান নিলেন। ধুকতে ধুকতে ৫৬ বল খেলে মাত্র ১৬ রান করেই অকেশনাল সাব্বির রহমানের বলে নুরুল হাসানকে ক্যাচ দিয়ে ফেরা। মেলাতে কষ্ট হচ্ছিল হাসিব হামিদকে। তাই দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে হয়তো নিজের ক্রিকেটীয় প্রতিভা দেখিয়ে জাতীয় দলের হয়ে সাদা পোশাকে ওপেনিংয়ে নামার সুযোগটা নিতে মুখিয়ে থাকবেন এই কিশোর।

বাংলাদেশ পর্বের প্রথম ধাপটা হাসিব হামিদের ভালো না কাটলেও ভালো কেটেছে ক্যারিয়ারের তিন উপলক্ষের সঙ্গে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ নামটা লেগে থাকা আরেক ইংলিশ ক্রিকেটার গ্যারেথ বেটির। উপলক্ষগুলো এমনই-২০০৩ সালের অক্টোবরের তৃতীয় সপ্তাহের শেষের দিকেই বাংলাদেশের বিপক্ষে ঢাকায় অভিষেক হয়েছিল তার। এরপর ২০০৫ সালের জুনে বাংলাদেশের বিপক্ষে দেশের মাটিতেই টেস্ট খেলেছেন শেষবারের মতো। ১৩ বছর পর ঠিক আরেক অক্টোবরের তৃতীয় সপ্তাহের শেষের দিন অর্থাৎ ২০ অক্টোবর থেকে শুরু হওয়া টেস্ট দলে সুযোগ পেতে পারেন তিনি।

হাসিব হামিদের বয়স যত, গ্যারেথ বেটির ক্রিকেটীয় জীবনটাই তার সমবয়সী। অর্থাৎ হাসিব হামিদ যে বছর (১৯৯৭) জন্মগ্রহণ করেছিলেন সেই বছরই প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক গ্যারেথ বেটির।

সেই ‘বুড়ো’ বেটি ভেলকি দেখিয়েছেন প্রথম প্রস্তুতি ম্যাচেই। ৪৫ ওভারের ম্যাচে মোট ১০ ওভার বোলিং করে চারটা মেডেন দিয়ে তুলে নিয়েছেন সাব্বির রহমান ও মোসাদ্দেকের উইকেট।

তবে ম্যাচশেষে গণমাধ্যমের সামনে না আসায় দুই জনের প্রতিক্রিয়া জানা যায়নি। অবশ্য শুক্রবার জহুর আহম্মেদ স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গ্যারেথ বেটি বাংলাদেশে ভালো কিছু করে দলে স্থায়ী হওয়ার ইচ্ছে পোষণ করেছিলেন। হয়তো শনিবার তার কিছু নমুনা দেখালেন তিনি।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
টিএইচ/এমআরপি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।