ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মিরাজ টেস্টের জন্য ফিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
মিরাজ টেস্টের জন্য ফিট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

এম এ আজিজ স্টেডিয়াম থেকে:  ক্রিকেটে ভবিষ্যত বাংলাদেশের অন্যতম ভরসা ভাবা হচ্ছে তাকে। সাকিবের যোগ্য উত্তরসূরি হিসেবেও বারবার আসে তার নাম।

কিন্তু এখনও দেশের হয়ে ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতেও অভিষেক হয়নি তার। সেই মেহেদি হাসান মিরাজ সুযোগ পেলেন ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৪ সদস্যের দলে।

প্রথমবারের জাতীয় দলে সুযোগ পাওয়া অনূর্ধ্ব-১৯ এর সাবেক সফল অধিনায়ককে নিয়ে দারুণ উচ্ছ্বসিত নির্বাচকরা।
 
দল ঘোষণার সময় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘মিরাজ টেস্টের জন্য একেবারে ফিট। তাই তাকে দলে নেওয়া হয়েছে। ’
 
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, অক্টোরর ১৬, ২০১৬
টিএইচ/টিসি/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।