ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দাপট দেখাতে ব্যর্থ বিসিবি বোলাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
দাপট দেখাতে ব্যর্থ বিসিবি বোলাররা ছবি:উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম থেকে: ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনের ‘লাঞ্চ’ বিরতি পর্যন্ত কোনো সফলতা দেখানে পারেনি বিসিবি একাদশের বোলাররা। উল্টো দাপট দেখিয়ে ২৭ ওভারে ৯০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে মাঠ ছেড়েছেন সফরকারী দুই ওপেনার।

প্রথম প্রস্তুতি ম্যাচে দারুণ খেলা বেন ডাকেট ১০২ বলে ১০ চারের সাহায্যে ৬০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। পরে তাকে আর মাঠে নামানো হয়নি। আর তরুণ সম্ভাবনাময় হাসিব হামিদ ২৬ রানে মাঠ ছেড়েছেন।

 

বিসিবি বোলারদের মধ্যে তাসকিন আহমেদ, সুভাষিশ রায়, আল-আমিন হোসেন, এবাদত হোসেন, তানভির হায়দা ও আবু হায়দার বোলিংয়ে উইকেটে ঘাম ঝড়ালেও থাকেন উইকেট শূন্য।

এর আগে দুই দিনের এ ম্যাচের প্রথম দিন অবশ্য বিসিবি’র ব্যাটসম্যানরা আধিপত্য বিস্তার করে খেলেন। ওপেনার আব্দুল মজিদের সেঞ্চুরি ও নাজমুল হোসেন শান্তর হাফসেঞ্চুরিতে সবকটি উইকেট হারিয়ে ২৯৪ রান করে স্বাগতিকরা।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ১৭ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।